অ্যাপশহর

দিল্লিতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, দগ্ধ ৩

চিকিত্‍‌সকরা জানিয়েছেন, পবন (২৫) ও রমেশ (২৫)-এর অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। দু-জনেরই শরীরের ৮০ শতাংশ পুড়ে গিয়েছে। সেই তুলনায় যোগিন্দর (৩০)-এর অবস্থা কিছুটা ভালো। তাঁর শরীরের ৪০ শতাংশ দগ্ধ হয়েছে।

EiSamay.Com 28 Sep 2019, 12:30 am
এই সময় ডিজিটাল ডেস্ক: দক্ষিণ দিল্লিতে শুক্রবার গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে কমপক্ষে ৩ জন জখম হয়েছেন। এর মধ্যে দু-জনের অবস্থা আশঙ্কাজনক। কী করে বিস্ফোরণ, তা এখনও জানা যায়নি।
EiSamay.Com images (3)


সূত্রের খবর, দক্ষিণ দিল্লির ছতরপুর এক্সটেনশনে এদিন এই দুর্ঘটনা ঘটে। আহতদের নাম পবন, রমেশ ও যোগিন্দার। তিন জনকেই হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দমকল সূত্রে খবর, এদিন সন্ধে ৭.৫০ মিনিটে তাদের কাছে ফোন আসে। তার পরেই দু'টি দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে পাঠানো হয়। তিনি জানান, আগুন সম্পূর্ণ নিভিয়ে ফেলা সম্ভব হয়েছে। আহত তিন জনকে তাঁরাই ঘটনাস্থল থেকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

এই ঘটনায় দমকলের তরফে দু'টি মামলা রুজু করা হয়েছে। একটি বাড়ির মালিক পরবিন্দর কৌরের বিরুদ্ধে। অন্যটি অজ্ঞাত পরিচয় ব্যক্তির উদ্দেশে। প্রাথমিক তদন্তে এই ঘটনায় গাফিলতি দেখছে দমকল দফতরের আধিকারিকেরা।

রাষ্ট্রপুঞ্জে দাঁড়িয়ে বিশ্বকে শান্তি ও সম্প্রীতির বার্তা নমোর

চিকিত্‍‌সকরা জানিয়েছেন, পবন (২৫) ও রমেশ (২৫)-এর অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। দু-জনেরই শরীরের ৮০ শতাংশ পুড়ে গিয়েছে। সেই তুলনায় যোগিন্দর (৩০)-এর অবস্থা কিছুটা ভালো। তাঁর শরীরের ৪০ শতাংশ দগ্ধ হয়েছে।

বানতলা চর্মনগরীর পরিকাঠামো উন্নয়নে ৫৪০ কোটি খরচ রাজ্যের

এই তিন জনের কেউ-ই কথা বলার মতো অবস্থায় নেই। পবন ও রেমশ একদমই বেহুঁশ অবস্থায় রয়েছেন। ফলে, কী করে গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণ ঘটল, পুলিশ জানতে পারছে না। যোগিন্দর একটু সুস্থ হলে, তাঁকে জিগ্যাসাবাদ করবে পুলিশ।

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল