অ্যাপশহর

গণেশ বিসর্জনে মেতে হাজার মানুষ! তবুও রাস্তা খালি হল অ্যাম্বুলেন্সের জন্য

নজরকাড়া ভিডিয়োয় দেখা যাচ্ছে, রাস্তায় প্রচুর মানুষের ভিড়ের মাঝেই একটি অ্যাম্বুল্যান্স চলে যাচ্ছে, কোনও ট্রাফিক ছাড়াই। নিরঞ্জনের জন্য জমায়েত মানুষরাই রাস্তার মাঝখান ছেড়ে দেয় অ্যাম্বল্যান্সের জন্য। অসুস্থ রোগীকে নিয়ে হাসপাতালে যাচ্ছিল সেটি।

EiSamay.Com 13 Sep 2019, 3:03 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: গণেশ বিসর্জনের দিন মানবিকতার পরিচয় দিল পুনে। হৃদয় ছুঁয়ে যাওয়া এক ভিডিয়ো এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। গণপতি নিরঞ্জনের জন্য জমায়েত হয়েছিল হাজার হাজার মানুষ। আনন্দে আত্মহারার মাঝেই অসুস্থ ব্যক্তির দিকে হাত বাড়িয়ে দিয়ে নজর কাড়ল পুনের লক্ষ্মী রোডের গনেশ পুজোর প্রসেশন।
EiSamay.Com D7


নজরকাড়া ভিডিয়োয় দেখা যাচ্ছে, রাস্তায় প্রচুর মানুষের ভিড়ের মাঝেই একটি অ্যাম্বুল্যান্স চলে যাচ্ছে, কোনও ট্রাফিক ছাড়াই। নিরঞ্জনের জন্য জমায়েত মানুষরাই রাস্তার মাঝখান ছেড়ে দেয় অ্যাম্বল্যান্সের জন্য। অসুস্থ রোগীকে নিয়ে হাসপাতালে যাচ্ছিল সেটি। অ্যাম্বুল্যান্সটি চলে যাওয়ার পর ফের নিজেরা আনন্দে মেতে ওঠেন। এমন চিত্র ভারতে খুব কমই দেখা যায়।



যেখানে অসহায় মানুষের দিকে তাকিয়ে দেখার সময় নেই, সেখানে এমন ঘটনা সত্যিই নজিরবিহীন।

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল