অ্যাপশহর

মুসলিমদের ভারতীয় না মনে করলে আপনিও হিন্দু নন: RSS প্রধান

গো-হত্যা থেকে মুসলিমদের গণপিটুনি সমস্ত ইস্যুতেই সরব রাষ্ট্রীয় স্বয়ং সেবক সঙ্ঘের প্রধান মোহন ভাগবত.... মুসলিমদের ইসলাম ধর্মের সুরক্ষা নিয়ে আশ্বস্ত করার মাঝেও দিলেন হিন্দুত্বেরই বার্তা...

EiSamay.Com 4 Jul 2021, 11:33 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: ধর্ম যাই হোক না কেন হিন্দু-মুসলিম আলাদা নন, সব ভারতীয়র DNA এক- রাষ্ট্রীয় স্বয়ং সেবক সঙ্ঘের প্রধান মোহন ভাগবতের মুখে শোনা গেল এমনই চাঞ্চল্যকর উক্তি। রবিবার গাজিয়াবাদে মুসলিম রাষ্ট্রীয় মঞ্চের আয়োজিত এক অনুষ্ঠানে বক্তা হিসেবে আমন্ত্রিত ছিলেন RSS প্রধান। অনুষ্ঠানের থিম ছিল,'হিন্দুস্তানি ফার্স্ট, হিন্দুস্থান ফার্স্ট।' সেই অনুষ্ঠানেই বক্তব্য রাখতে উঠে মোহন ভাগবত বলেন, হিন্দু-মুসলিম ঐক্য আসলে ভুল কথা । কারণ-হিন্দু মুসলিম অভিন্ন। ধর্ম আলাদা হলেও সকলের ডিএনএ এক। আমরা সবাই ভারতবাসী।
EiSamay.Com mohan bhagwat


Rashtriya Swayamsevak Sangh-র শাখার আয়োজিত এই অনুষ্ঠানে RSS প্রধানের বার্তা, ভারতে ইসলামের ক্ষতির কোনও আশঙ্কা নেই। এমন আতঙ্কের ফাঁদ থেকে মুসলিম সম্প্রদায়ের মানুষকে সাবধান রাখার পরামর্শই দিয়েছেন মোহন ভাগবত। একইসঙ্গে মুসলিমদের দেশছাড়া করার হুমকি, মিথ্যে অপবাদে পিটিয়ে মারার ঘটনার বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার আরএসএস চিফ। বলেন, যদি কোনও হিন্দু কোনও মুসলিমকে দেশ ছাড়া করতে চান তবে তিনিও হিন্দু হওয়ার যোগ্য নন। তবে গো-হত্যা নিয়েও বার্তা দিতে ভোলেননি RSS প্রধান। কড়া ভাষায় বলেন, বিনা বিচারে হত্যা হিন্দুত্ব আদর্শ বিরোধী। গোরু পবিত্র প্রাণী। সেক্ষেত্রে আইন রয়েছে। পক্ষপাতিত্বহীন ভাবে আইনেই বিচার হবে। যদিও অনেক সময় অনেকের নামে মিথ্যে গণপিটুনির মামলা আনা হয়েছে বলে দাবি RSS প্রধানের।

ভাষণে Mohan Bhagwat বলেন, ভারতে গণতন্ত্র চলে। সেখানে হিন্দু-মুসলিম বলে আলাদা কেউ নেই। সবাই ভারতবাসী। উল্লেখ্য, ভাষণের শুরুতেই এদিন রাষ্ট্রীয় স্বয়ং সেবক সঙ্ঘের প্রধান বলেন, কোনও ভোট রাজনীতি বা ইমেজ মেকওভারের জন্য তিনি এখানে বক্তব্য রাখতে আসেননি।যদিও বিশেষজ্ঞদের মতে, ভোট রাজনীতি বড় বালাই। সামনেই উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচন। তার আগে মুসলিমদের নিয়ে এমন উক্তির মাঝেও আসলে হিন্দুত্ব নিয়েই বার্তা দিলে ভাগবত। উত্তরপ্রদেশে একের পর এক গো-হত্যার ঘটনায় যোগী সরকারের গায়ে মুসলিম বিরোধী তকমা। সেই কালি মোছারই তোড়জোড় শুরু করল আরএসএস।

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল