অ্যাপশহর

নিজেরই জোটে না, তাও গরিবদের ফ্রি-তে সবজি বিলোন এই হকার

প্রতিদিনের সবজি ভাণ্ডার থেকে খানিকটা আলাদা করে রাখেন শুধুমাত্র গরিবদের হাতে বিনামূল্যে তা তুলে দেবেন বলে।

EiSamay.Com 17 Oct 2017, 4:35 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: মানব ধর্মই যে শ্রেষ্ঠ ধর্ম তা আরও একবার প্রমাণ করলেন এরনাকুলামের এই সবজি বিক্রেতা। প্রতিদিনের সবজি ভাণ্ডার থেকে খানিকটা আলাদা করে রাখেন শুধুমাত্র গরিবদের হাতে বিনামূল্যে তা তুলে দেবেন বলে।
EiSamay.Com this vendor gives veggies free of cost to help the poor
নিজেরই জোটে না, তাও গরিবদের ফ্রি-তে সবজি বিলোন এই হকার



গত চার বছর ধরে কে ওয়াই নাজির বিনামূল্যে সবজি দেন ফাউন্ডেশন ফর আন্নাম চ্যারিটি ইজ-কে (FACE)। কোচির এই স্বেচ্ছাসেবী সংস্থাটি প্রতিদিন কয়েক শো গরিব মানুষের মুখে খাবার তুলে দেয়। কখনও কখনও নিজে না খেয়ে দিন কাটাতেন। সেই অভিজ্ঞতা থেকেই এদের পাশে দাঁড়ানোর সংকল্প নিয়েছেন নাজির। একটি সাক্ষাত্কা রে ৪৭ বছরের নাজির জানিয়েছেন, ‘রাস্তাঘাটে গরিব শিশু এবং পুরুষ-নারীকে আমি দু’মঠো খাবারের জন্যে ভিক্ষা করতে দেখেছি। সেই সময়ে নিজের পায়ের তলার মাটি শক্ত করার চেষ্টায় অক্লান্ত পরিশ্রম করছিলাম। তাই তখন ওদের পাশে দাঁড়ানো সম্ভব হয়নি।’


২০১৪ সালে একদিন দুপুর বেলা FACE-র দপ্তরের সামনে অভুক্ত মানুষের লম্বা লাইন দেখে নিজেকে আর আটকে রাখতে পারেননি তিনি। স্বেচ্ছাসেবী সংস্থাটির সঙ্গে কথা বলে তিনি জানতে চান কীভাবে সাহায্য করতে পারেন। তিনি সবজি বিক্রি করেন জানতে পেরে FACE-র তরফে তাঁকে বিনামূল্যে সবজি দেওয়ার অনুরোধ জানানো হয়। তত্ক্ষ ণাত্‍ রাজি হয়ে যান তিনি।


হাতে গোনা হলেও কিছু মানুষের মুখে যে তিনি খাবার তুলে দিতে পারছেন তাতেই অত্যন্ত খুশি কে ওয়াই নাজির। FACE-র প্রেসিডেন্ট টি আর দেওয়ান জানিয়েছেন, ‘গত পাঁচ বছর ধরে আমরা প্রতিদিন প্রায় ৩০০ মানুষকে মিড-ডে মিল দিয়ে থাকি। নাজির গত চার বছর ধরে আমাদের এখানে প্রতিদিন ১০ কেজি সবজি বিনামূল্যে দেন।’


খবরটি ইংরেজিতে পড়তে CLICK করুন

# This wholesale vegetable vendor at Ernakulam market keeps aside a part of his daily vegetable stock for the poor and needy in the city.

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল