অ্যাপশহর

নয়া চমক! এবার বাজারে আসছে গোবরের তৈরি রাখি

স্থানীয় এলাকায় এই গোশালাটি শ্রী কৃষ্ণ গোশালা নামে পরিচিত। সেখানেই রয়েছে ১১৭টিরও বেশি গোরু। ফলে গোবর থেকে যে নানারকম দরকারি জিনিস তৈরি হবে, তা বলাই বাহুল্য। এই গোশালার গোবর থেকে পরিবেশ বান্ধব ফুলের টব তৈরি হয়েছে।

EiSamay.Com 30 Jul 2019, 3:51 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: এবার গোবর দিয়ে তৈরি হবে রাখি। পরিবেশবান্ধব রাখি তৈরি করে তাক লাগাল উত্তরপ্রদেশের বিজনর জেলার ছোট্ট শহর নাগিনা।
EiSamay.Com D9


কোনও সরকারি উদ্যোগ নয়। ইন্দোনেশিয়ার চাকরি ছেড়ে দিয়ে গ্রামে বাড়িতে বাবাকে সাহায্যের জন্য দেশে ফেরেন প্রবাসী আলখা লাহোটি। বাবাকে সাহায্যের জন্য তিনি লাখোটিয়া গোশালা দেখাশোনা করচেন। স্থানীয় এলাকায় এই গোশালাটি শ্রী কৃষ্ণ গোশালা নামে পরিচিত। সেখানেই রয়েছে ১১৭টিরও বেশি গোরু। ফলে গোবর থেকে যে নানারকম দরকারি জিনিস তৈরি হবে, তা বলাই বাহুল্য। এই গোশালার গোবর থেকে পরিবেশ বান্ধব ফুলের টব তৈরি হয়েছে। গোমূত্র থেকে তৈরি হয়েছে ফিনাইলও। এছাড়া ঘুঁটে তো রয়েছেই। এবছর তাঁদের চমক, গোবর বা ঘুঁটের ইকো-ফ্রেন্ডলি রাখি তৈরি করা।

টাইমস অফ ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাত্‍কারে আলখা লাহোটি জানিয়েছেন, 'প্রতি বছর কুম্ভে আমার তৈরি রাখি পরিবেশন করি। সেখানে এই বিশেষ রাখি বেশ আকর্ষণীয় হয়ে উঠেছে। জনগনের জন্য এমন রাখির চাহিদাও বাড়ছে। তবে সারা দেশব্যাপি কীভাবে এর প্রসার বাড়ানো যায়, তার জন্য কয়েকজন বিশেষজ্ঞের সঙ্গে কথা বলেছি। ইতোমধ্যে কর্ণাটক, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড ও ওড়িশাতে এই রাখির চল শুরু হয়েছে। এবছর উত্‍সবকে মাথায় রেখে হাজারেরও বেশি রাখি তৈরি করা হয়েছে। '

গোবর দিয়ে তৈরি রাখি কীভাবে তৈরি করেন, তা বলতে গিয়ে তিনি জানিয়েছেন, 'সাধারণত, গোবর দিয়ে রাখি বানানোটা বেশ চ্যালেঞ্জের। কারণ, গোবর খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। তারউপর সেটিকে রাখি বানানোর জন্য বেশ কিছু পদ্ধতি অবলম্বন করতে হয়েছে। অবশেষে শক্ত ও মজবুত রাখি বানাতে সক্ষম হয়েছি। অন্ধকার ও ঠান্ডা জায়গায় রাখা যাবে এমন রাখিও বানাতেও সক্ষম হয়েছি। তার উপর চলে নানান আকৃতির, ডিজাইনের রাখি তৈরি করা। এই রাখির আরও একটি বৈশিষ্ট্য হল, এতে পরিবেশ বান্ধব রং ব্যবহার করা হয়। এছাড়া এই রাখির মধ্যে প্লাস্টিক থাকে, যেটি ব্যবহারের পর ফেলে দিলে নষ্ট হয়ে যায়। চিনের তৈরি রাখিগুলির মতো একদমই নয়। প্লাস্টিক থাকলেও এই রাখি প্লাস্টিক মুক্ত একেবারেই।'

পরের খবর