অ্যাপশহর

ব্যতিক্রমী মন্দির, দশ মাস ধরে চলছে স্তন ক্যানসার নির্ণয় শিবির

মানব সেবাই যে শ্রেষ্ঠ ধর্ম তা বুঝেছে কোচির এই মন্দির কর্তৃপক্ষ। প্রতি মাসে ২৫ জন মহিলাকে বেছে নেওয়া হয় ম্যামোগ্রামের জন্যে। এখনও পর্যন্ত মেডিকাল ক্যাম্পে অংশ নিয়েছে ২৫০ মহিলা। জানুন বিস্তারিত...

EiSamay.Com 20 Sep 2019, 2:55 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: কোথাও ঋতুমতী মহিলাদের মন্দিরে প্রবেশাধিকার দেওয়া হয় না, আবার কোথাও মহিলাদের স্বাস্থ্যের কথা ভেবে নিয়মিত আয়োজিত হয় হেলথ ক্যাম্প। মানব সেবাই যে শ্রেষ্ঠ ধর্ম তা বুঝেছে কোচির এই মন্দির কর্তৃপক্ষ।
EiSamay.Com this temple in kochi is conducting breast cancer detection camp for past 10 months
স্তন ক্যানসার নির্ণয় শিবির


মহিলাদের জীবনে যে হারে স্তনের ক্যানসার থাবা বসাচ্ছে, তাতে চিন্তিত কোচির ত্রিপুনিথুরা মার্কেটের কাছে অবস্থিত দক্ষিণা উদুপ্পী শ্রী ধন্বন্তরী মন্দিরের টুলু ব্রাহ্মণ সম্প্রদায়। আর তাই গত দশ মাস ধরে মহিলাদের জন্যে মন্দিরে প্রতি মাসে তাঁরা আয়োজন করছেন ম্যামোগ্রাম ক্যাম্প। ক্যাম্প কোঅর্ডিনেটর আর রমাদেবী আম্মাল জানিয়েছেন, ‘যেদিন বুঝতে পারলাম, দরিদ্রের পাশা দাঁড়ানোও সেবাধর্ম এবং পুজোর অঙ্গ, সেদিন থেকেই হাত মেলালাম কোচিন ক্যানসার সোসাইটির সঙ্গে। শুরু করলাম ম্যামোগ্রাম ক্যাম্প, যাতে প্রাথমিক স্তরেই হদিশ পাওয়া এই মারণ রোগের।’

প্রতি মাসে ২৫ জন মহিলাকে বেছে নেওয়া হয় ম্যামোগ্রামের জন্যে। এখনও পর্যন্ত মেডিকাল ক্যাম্পে অংশ নিয়েছে ২৫০ মহিলা।

পরের খবর