অ্যাপশহর

৯৬৬টি প্রাথমিক স্কুল বন্ধ করল এই রাজ্য

ওড়িশার শিক্ষামন্ত্রী সমীর রঞ্জন দাস এএনআইকে জানিয়েছেন, ১০ জনের কম পড়ুয়া যে সব স্কুলে, তার সংখ্যা প্রায় ৯৬৬টি। সেই স্কুলগুলি বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। কিছু কিছু স্কুলে মোট ২জন বা ৩ জন পড়ুয়া রয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী।

EiSamay.Com 24 Jun 2019, 3:46 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: ছাত্রছাত্রীদের অভাবের কারণে রাজ্যে বন্ধ হতে চলেছে হাজারেরও বেশি স্কুল। শুধু তাই নয়, সরকারের তরফে জানানো হয়েছে, স্কুলগুলিতে পড়ানোর জন্য শিক্ষক-শিক্ষিকারও বড্ড অভাব। ফলে বন্ধের মুখে ওড়িশার স্কুলি।
EiSamay.Com D7


ওড়িশার শিক্ষামন্ত্রী সমীর রঞ্জন দাস এএনআইকে জানিয়েছেন, ১০ জনের কম পড়ুয়া যে সব স্কুলে, তার সংখ্যা প্রায় ৯৬৬টি। সেই স্কুলগুলি বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। কিছু কিছু স্কুলে মোট ২জন বা ৩ জন পড়ুয়া রয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী।

পড়ুয়ার পাশাপাশি শিক্ষক-শিক্ষিকারও অভাব রয়েছে রাজ্যে। তিনি এও বলেন, শিক্ষকের অভাব মেটাতে রাজ্য এখনও সক্ষম নয়। সঙ্গে শিক্ষার কাঠামো ও স্কুলগুলির পরিকাঠামো নতুনভাবে তৈরি করা এখনই সম্ভব নয়। রাজ্যের শিক্ষকের অভাব বড় কোনও ঘটনা নয়। কিন্তু প্রত্যন্ত এলাকায় স্কুলের চাকরি পেলেও, বাড়ির কাছাকাছি স্কুলগুলিতে টান্সফার করে নিচ্ছেন বহু শিক্ষক। ফলে গ্রামে ও প্রত্যন্ত এলাকার স্কুলগুলিতে শিক্ষকের অভাব দেখা যাচ্ছে।

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল