অ্যাপশহর

ঈদের বাজারে নজর কাড়ল এই কাশ্মীরি লিলিপুট 'মুল্লাজি'

তখন মাত্র ৯ মাস বয়স। যত দিন যায়, মুল্লাজি আকৃতিতে বড় হয়নি। কিন্তু মুখের সামনে বড় দাঁড়ি হওয়ায় ওকে মুল্লাজি নাম দিই। বর্তমানে এটি ২৫ সেমি লম্বা। মাথা থেকে লেজ অবধি মাপ মাত্র ৪৫ সেমি।

EiSamay.Com 10 Aug 2019, 3:30 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: মোটামুটি এক ফিটের মতো লম্বা হবে। গায়ের রঙ সাদা। দেখতে ভেড়া বলে মনে হবে। আদতে বামন, কিন্তু এই ছোট্ট আকৃতির প্রাণীটিকে দেখলে মনে হবে একটি ছাগলছানা। সোমবার ঈদের বাজারে লখনৌওয়ের পুরোনো শহরে নজর কাড়ল এই লিলিপুট ছাগল মুল্লাজি।
EiSamay.Com D8


মুল্লাজির মালিক মহম্মদ তাহা, একজন গ্র্যাজুয়েশনের ছাত্র। একবছর আগে কাশ্মীর থেকে এই ছাগলটি কেনেন। মুম্বই হয়ে লখনৌও আনেন তিনি। তাঁর কথায়, এটিকে আমি ৪০ হাজার টাকা দিয়ে কিনেছিলাম। তখন মাত্র ৯ মাস বয়স। যত দিন যায়, মুল্লাজি আকৃতিতে বড় হয়নি। কিন্তু মুখের সামনে বড় দাঁড়ি হওয়ায় ওকে মুল্লাজি নাম দিই। বর্তমানে এটি ২৫ সেমি লম্বা। মাথা থেকে লেজ অবধি মাপ মাত্র ৪৫ সেমি।

প্রসঙ্গত, কাশ্মীরি এই ছাগলটি লিলিপুট নামে পরিচিত। সম্প্রতি লখনৌওয়ে মুল্লাজিকে দেখতে কৌতূহলের শেষ নেই মানুষের। তাই কাশ্মীর প্রসঙ্গ ভুলে লখনৌও মেতেছে এই কাশ্মীরি লিলিপুটকে নিয়ে। নজর কেড়েছে মুল্লাজি।

তাহা জানিয়েছেন, মানুষজন ওর সঙ্গে সময় কাটাতে ভালোবাসেন। বাড়ির বাইরে সবসময় দড়ি দিয়ে বাধা থাকে। কুকুরের মতোই ও নির্দেশ মেনে চলে। বিস্কুট, ডাল, গম, পালং পাতা, মূলা পাতা খেতেই বেশি পছন্দ করে এই ছাগল।

মেহদি ঘাটের ছাগলের বাড়া মুল্লাজির দাম হাঁকিয়েছেন মালিক তাহা। তিনি মুল্লাজিকে বিক্রির জন্য ৫০ হাজার টাকা দাম চড়িয়েছেন। মুম্বইয়ের কাকা এই লিলিপুট ছাগলটি প্রায় ৭৫ হাজার টাকা দিয়ে কেনেন। এখন চাই একটি লিলিপুট ব্রিডের মহিলা ছাগল।

খবরটি ইংরেজিতে পড়ুন...

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল