অ্যাপশহর

কাশ্মীরে মুছে গেল মুফতির দল

কাশ্মীরের যে তিনটি আসন এনসি-র দখলে গিয়েছে, সেই শ্রীনগর, অনন্তনাগ ও বারামুল্লা এতদিন পিডিপি-র দখলে ছিল। কিন্তু ২০১৫-তে বিজেপির সঙ্গে হাত মিলিয়ে মেহবুবার সরকার গড়ার বিষয়টি ভূস্বর্গের মানুষ মোটেই ভালোভাবে নেননি।

EiSamay.Com 24 May 2019, 4:42 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: বুথফেরত সমীক্ষার ইঙ্গিত প্রায় পুরোটাই মিলে গেল জম্মু-কাশ্মীরের ক্ষেত্রে। কাশ্মীর উপত্যকা থেকে কার্যত ধুয়েমুছে গেল মেহবুবা মুফতির দল। অনন্তনাগে ন্যাশনাল কনফারেন্সের (এনসি) প্রার্থী হাসনাইন মাসুদির কাছে হারলেন স্বয়ং পিডিপি নেত্রী মেহবুবা মুফতি। তবে, লাদাখের আসনটা কংগ্রেসের ঝুলিতে যাবে, বুথফেরত সমীক্ষার এই পূর্বাভাস মিলল না। লাদাখেও গেরুয়া রাজ। অর্থাৎ, জম্মু ও উধমপুর তো বটেই, লাদাখও ঝুলিতে পুরল বিজেপি। এক নজরে জম্মু-কাশ্মীরের ভোটের ফল একেবারে আধাআধি। ফারুক আবদুল্লার এনসি-র ঝুলিতে কাশ্মীরের তিনটি লোকসভা আসন আর বিজেপির ঝুলিতে জম্মু, উধমপুর ও লাদাখের আসন।
EiSamay.Com mehbooba-mufti-1558601361
মেহবুবা মুফতি


কাশ্মীরের যে তিনটি আসন এনসি-র দখলে গিয়েছে, সেই শ্রীনগর, অনন্তনাগ ও বারামুল্লা এতদিন পিডিপি-র দখলে ছিল। কিন্তু ২০১৫-তে বিজেপির সঙ্গে হাত মিলিয়ে মেহবুবার সরকার গড়ার বিষয়টি ভূস্বর্গের মানুষ মোটেই ভালোভাবে নেননি। আর তারই প্রতিফলন ঘটেছে ইভিএমে। পিডিপি-বিজেপি জোট সরকারের আমলে কাশ্মীরে জঙ্গি-দমন কর্মসূচির নামে একাধিক সংঘর্ষের ঘটনা ঘটেছে। আর তাতে যত জনের প্রাণ গিয়েছে, তাঁদের অধিকাংশই স্থানীয় যুবক। স্বাভাবিকভাবেই মেহবুবার বিরুদ্ধে ক্ষোভ পুঞ্জীভূত হয়েছে। এরই ফায়দা তুলেছে ন্যাশনাল কনফারেন্স। শ্রীনগরে দাঁড়িয়েছিলেন ফারুক আবদুল্লা নিজে। সেখানে পিডিপির তারিক হামিদ কারাকে হারিয়ে ভালো ভোটের ব্যবধানে জিতেছেন ফারুক।

এ বারের ভোটে গুরুত্বপূর্ণ ছিল সংবিধানের ৩৭০ ও ৩৫এ ধারা বিলুপ্ত করার বিষয়টি। এই দুই ধারায় কাশ্মীরের মানুষ বিশেষ কিছু সুযোগ-সুবিধা ভোগ করেন। বিজেপি স্পষ্ট জানিয়েছিল, ক্ষমতায় এলে এই দুই ধারা বিলুপ্ত করবে তারা। নিরাপত্তার কারণে জম্মু-কাশ্মীরের বিধানসভা ভোট স্থগিত রেখেছে নির্বাচন কমিশন। আপাতত সেখানে রাষ্ট্রপতি শাসন জারি। এই পরিস্থিতিতে এই দুই ধারা বিলুপ্ত করার হুঁশিয়ারি ভূস্বর্গের মানুষ যে ভালোভাবে নেয়নি, তা ভোটের ফলে স্পষ্ট।

জম্মু বরাবরই বিজেপির ভোটব্যাঙ্ক। কিন্তু কাঠুয়া ধর্ষণের পর বিজেপি নেতা তথা মন্ত্রী লাল সিং অভিযুক্তদের সমর্থনে মিছিল করে বিতর্কে জড়িয়েছিলেন। সেই ঘটনার প্রভাব এ বারের ভোটে পড়তে পারে, এমন একটা জল্পনা ছিল। কিন্তু তা হয়নি। জম্মুতে বিজেপিকে রুখতে কংগ্রেস প্রার্থীকে সমর্থন করছিল এনসি ও পিডিপি। কিন্তু ধর্ম নিরপেক্ষ ভোটকে একত্রিত করার পরিকল্পনা কাজে এল না। লাদাখেও নির্দল প্রার্থী সাজ্জাদ কার্গিলিকে পিডিপি ও এনসি সমর্থন করেছিল। কিন্তু সেখানেও ভোট কাটার ছক ব্যর্থ।

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল