অ্যাপশহর

#NoteBan-এ সুপ্রিম বিস্ফোরণ, রাস্তাঘাটে এবার দাঙ্গা লাগবে

নোট ব্যান পরবর্তী পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করল সুপ্রিম কোর্ট। দেশের সর্বোচ্চ আদালতের আশঙ্কা, এ ভাবে চলতে থাকলে যে কোনও সময় রাস্তায় দাঙ্গা বেধে যাবে।

EiSamay.Com 18 Nov 2016, 7:22 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: নোট ব্যান পরবর্তী পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করল সুপ্রিম কোর্ট। দেশের সর্বোচ্চ আদালতের আশঙ্কা, এ ভাবে চলতে থাকলে যে কোনও সময় রাস্তায় দাঙ্গা বেধে যাবে।
EiSamay.Com there can be riots on streets says sc on note ban
#NoteBan-এ সুপ্রিম বিস্ফোরণ, রাস্তাঘাটে এবার দাঙ্গা লাগবে


নোট ব্যান ইস্যুতে দায়ের হওয়া পিটিশনের শুনানি চলাকালীন প্রধান বিচারপতি টিএস ঠাকুরের মন্তব্য, 'সমস্যা খুবই গুরুতর।' এরপরই কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি অ্যাটর্নি জেনারেল মুকুল রোহতোগির উদ্দেশে প্রধান বিচারপতি প্রশ্ন করেন, আপনারা ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিল করেছেন। কিন্তু ১০০ টাকার নোটের কী হল?' বাজারে ১০০ টাকার নোটেরও ঘাটতি রয়েছে কি না, অ্যাটর্নি জেনারেলের কাছে তা জানতে চাওয়া হয়।

নোট ব্যান ইস্যুতে এর আগের শুনানিতে সরকারের তরফে শীর্ষ আদালতে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, সাধারণ মানুষের ভোগান্তি যাতে কমে, সরকার সেই চেষ্টা চালাচ্ছে। তার উল্লেখ করে প্রধানমন্ত্রী প্রশ্ন করেন, সেই প্রতিশ্রুতির কী হল? কেন আবার‌ পুরনো টাকা বদলের অঙ্ক কমিয়ে ২০০০ টাকা করে দেওয়া হল? সমস্যাটা ঠিক কোথায়? টাকা ছাপার কি কোনও সমস্যা রয়েছে?

টাকা ছাপা নিয়ে একটা সমস্যা যে রয়েছে, তা স্বীকার করে নেন অ্যাটর্নি জেনারেল। পাশাপাশি দেশের সর্বত্র টাকা পৌঁছে দিতে যে কিছুটা সময় লাগছে, তা-ও জানানো হয়। নতুন নোট নিয়ে এটিএমগুলোতে যে সাময়িক সমস্যা রয়েছে, তারও উল্লেখ করা হয়েছে। পাশাপাশি তিনি এ-ও জানিয়েছেন, ছোট ব্যবসায়ী ও কৃষক ছাড়াও টাকার জন্য বিয়ের যাতে সমস্যা না হয়, তার জন্য সরকারি তরফে বিশেষ পদক্ষেপ করা হয়েছে।

সাধারণ মানুষের ভোগান্তির কথা মানলেও, এখনই ৫০০ ও ১০০০ টাকার নোট ব্যানের উপর এখনই স্থগিতাদেশ দিতে নারাজ দেশের শীর্ষ আদালত।

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল