অ্যাপশহর

হাজার হাজার নরকরোটির পিরামিড দিল্লিতে, দায়ী একজন! জানেন?

ডিসেম্বর মাস, সালটা ১৩৯৮। তারও প্রায় চার মাস আগে কাবুল থেকে দিল্লির উদ্দেশে রওনা দিয়েছিলেন তিনি।...

EiSamay.Com 15 Nov 2017, 9:39 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: তুঘলক বংশের শেষ সুলতান মহম্মদ শাহ তখন দিল্লিতে রাজত্ব করছেন। বিশাল সৈন্যসামন্ত নিয়ে কাবুল থেকে দিল্লির প্রান্তে এসে পৌঁছলেন তৈমুর লং।
EiSamay.Com the pyramids of thousands of humen skulls in delhi
হাজার হাজার নরকরোটির পিরামিড দিল্লিতে, দায়ী একজন! জানেন?


ডিসেম্বর মাস, সালটা ১৩৯৮। তারও প্রায় চার মাস আগে কাবুল থেকে দিল্লির উদ্দেশে রওনা দিয়েছিলেন তৈমুর। গোটা যাত্রাপথে চলল লুঠপাট। একের পর এক শহর দখল করতে থাকলেন। মহম্মদ শাহের কানেও পৌঁছল সেই খবর। তৈমুরের হাত থেকে নিজের প্রাণ বাঁচাতে পালালেন তুঘলক বংশের শেষ সুলতান। আত্মগোপন করলেন তাঁর প্রধান উজিরও।

ফলে, কোনওরকম প্রতিরোধের মুখোমুখি হতে হয়নি তৈমুরকে। তাঁর নির্দেশে লুঠতরাজ শুরু হল দিল্লিতে। লুঠতরাজের নামে যা আসলে ছিল ধ্বংসযজ্ঞই! আরও পরিষ্কার করে বললে, নরমেধযজ্ঞ। ধরে ধরে মানুষের মুন্ডু কাটল তৈমুরের সেনারা। আবালবৃদ্ধবণিতা-- তরোয়ালের কোপ কাউকেই রেহাই দিল না! ১৫ দিন ধরে চলেছিল সেই তাণ্ডবলীলা।



ঠিক কতজনকে প্রাণে মেরেছে তৈমুর লংয়ের লোকেরা? শরাফউদ্দিন ও মির খুদের লেখা থেকে জানা যায়, তৈমুর বাহিনীর হাতে বলি হয়েছে কমপক্ষে একলাখ! তৈমুরের অত্যাচারে দিল্লির তিন শহর-- শ্রী, পুরনো দিল্লি ও জাঁহাপনা জনশূন্যে পরিণত হয়েছিল।



লুঠপাট সেরে পরের বছরের গোড়াতেই দিল্লি ছাড়লেন। ভারত ছেড়ে যাওয়ার পথে একই কায়দায় চলল আক্রমণ। মিরাট, হরিদ্বার, কঙ্গরা ও জম্মুতে। নিজের প্রতিনিধি হিসেবে মুলতান, লাহোর ও দিয়ালপুরের গর্ভনর করে রেখে যান খিজর খানকে।

ভারত ছাড়ার আগে একটি 'কীর্তি' স্থাপন করে গিয়েছিলেন ওই লুঠেরা। দিল্লির প্রবেশদ্বারে তাঁর নির্দেশেই তৈরি হল পিরামিড। অদ্ভূত সেই পিরামিড। গোটা পিরামিড সাজানো হাজার হাজার নরকরোটিতে।

শোনা যায়, যে একলাখ মানুষকে কাতিল করা হয়েছিল, তাদের কাটা মুন্ডুর করোটিতে সাজানো ছিল পিরামিডটি। উদ্দেশ্য ছিল, ভয় দেখিয়ে দমিয়ে রাখা।

তিনি কতটা নৃশংস, অত্যাচারী ছিলেন, তার সাক্ষ্য হয়ে ছিল নরকরোটির ওই পিরামিড।

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল