অ্যাপশহর

কর্নাটকের অনাথ ছেলে আজ সুইত্জারল্যান্ডের দাপুটে সাংসদ

কোন অক্ষমতাই মানুষকে দমিয়ে রাখতে পারে না। আর এমনই এক সফল মানুষের নাম নিক গুগ্গর।

EiSamay 15 Dec 2017, 8:01 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: ইচ্ছের কাছে মাঝে মাঝে বিশ্বও হার মানতে বাধ্য, কোন অক্ষমতাই মানুষকে দমিয়ে রাখতে পারে না। আর এমনই এক সফল মানুষের নাম নিক গুগ্গর।
EiSamay.Com the orphan of udupi brought up in talassery is now the mp of switzerland
কর্নাটকের অনাথ ছেলে আজ সুইত্জারল্যান্ডের দাপুটে সাংসদ


১৯৭০ সালে পয়লা মে কর্নাটকের উদুপি নামের ছোট্ট এক শহরে বেসিল মিশনারী হাসপাতালে জন্ম হয়েছিল নিক গুগ্গরের। জন্মের পর থেকেই শুরু হয় ​ কঠোর জীবন-সংগ্রাম। কোন অজ্ঞাত কারণে হাসপাতালে রেখে চলে যায় তাঁর বাবা-মা। সেখান থেকে তাঁকে নিয়ে যাওয়া হয় এক অনাথ আশ্রমে, সেখানেই শুরু হয় তাঁর শৈশব। এর পর তাঁকে দত্তক নেন এক জার্মান গুগ্গর দম্পতি। তাঁরা ওই জেলাতেই অনাথ আশ্রম চালাতেন।

চার বছর পর গুগ্গর দম্পতি ফিরে যান তাঁদের নিজেদের দেশ সুইত্জারল্যান্ডে। সেখানে শুরু হয় তাঁর প্রতিভার বিকাশ। চলতি বছরের নভেম্বর মাসে বার্লিনের সুইস ন্যাশনাল কাউন্সিলের সদস্য হিসেবে শপথবাক্য পাঠ করেন। তিনি সুইত্জারল্যান্ডের প্রথম কমবয়েসি সাংসদ। বর্তমানে তাঁর তিনটি সন্তান রয়েছে।
ইন্দো-সুইস সম্পর্ক গড়তে পরের বছর ভারতে আসছেন তিনি।

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল