অ্যাপশহর

অগস্টেই চালু দ্বিতীয় বন্দে এক্সপ্রেস, চলবে সপ্তাহে তিন দিন

দিল্লি থেকে ছেড়ে বৈষ্ণাদেবীর মন্দিরে যাওয়ার শেষ স্টেশনে পৌঁছতে এখন সময় লাগে ১২ ঘণ্টা। রেলের দাবি, অত্যন্ত দ্রুতগতির এই এক্সপ্রেস ট্রেনে সময় লাগবে মাত্র ৮ ঘণ্টা। দ্বিতীয় বন্দে ভারত এক্সপ্রেস নিয়ে, এ কারণেই জনমনে এত আগ্রহ। এত অধীর অপেক্ষা।

EiSamay.Com 15 Jul 2019, 9:23 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: আগামী অগস্টেই সম্ভবত সূচনা হতে চলেছে বহু প্রতীক্ষিত দ্বিতীয় বন্দে ভারত এক্সপ্রেসের। রেলের একটি সূত্রে ইঙ্গিত তেমনই। এখনও পর্যন্ত রেল কর্তৃপক্ষের যা সিদ্ধান্ত, অতিব্যস্ত দিল্লি-কাটরা রুটে সপ্তাহে তিন দিন চলবে এই এক্সপ্রেস ট্রেনটি। বৈষ্ণাদেবী মন্দিরের পুণ্যার্থীদের কথা ভেবে দ্বিতীয় বন্দে ভারত এক্সপ্রেসের জন্য দিল্লি-কাটরা বেছে নিয়েছে রেলওয়ে বোর্ড।
EiSamay.Com VBE


দিল্লি থেকে ছেড়ে বৈষ্ণাদেবীর মন্দিরে যাওয়ার শেষ স্টেশনে পৌঁছতে এখন সময় লাগে ১২ ঘণ্টা। রেলের দাবি, অত্যন্ত দ্রুতগতির এই এক্সপ্রেস ট্রেনে সময় লাগবে মাত্র ৮ ঘণ্টা। দ্বিতীয় বন্দে ভারত এক্সপ্রেস নিয়ে, এ কারণেই জনমনে এত আগ্রহ। এত অধীর অপেক্ষা।

প্রথম বন্দে ভারত এক্সপ্রেস বা ট্রেন ১৮ চলে দিল্লি-বারাণসী রুটে।

রেলের তরফে জানানো হয়েছে, আপাতত সপ্তাহে তিন দিন দিল্লি-কাটরা রুটে দ্বিতীয় বন্দে ভারত এক্সপ্রেস চললেও, পরবর্তীতে সপ্তাহে পাঁচ দিন চালানোরই পরিকল্পনা রয়েছে। বর্তমান সূচি অনুযায়ী সোম, বৃহস্পতি ও শনিবার করে চলবে। সকাল ৬টায় দিল্লি থেকে ছেড়ে কাটরায় পৌঁছবে বেলা ২ টোয়। আবার কাটরা থেকে বিকেল ৩টেয় ছেড়ে রাত ১১টায় দিল্লিতে পৌঁছবে।

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল