অ্যাপশহর

দেশজুড়ে পঞ্চায়েতে ব্রডব্যান্ড পরিষেবা যাবে দু’বছরে

সারা দেশের সমস্ত গ্রাম পঞ্চায়েতে ব্রডব্যান্ড পরিষেবা পৌঁছে দেবে রিলায়েন্স জিও৷

EiSamay.Com 14 Nov 2017, 12:38 pm
এই সময়: সারা দেশের সমস্ত গ্রাম পঞ্চায়েতে ব্রডব্যান্ড পরিষেবা পেঁৗছে দেবে রিলায়েন্স জিও৷ সোমবার কেন্দ্রীয় সরকারের ভারতনেট প্রকল্পের দ্বিতীয় তথা শেষ পর্যায়ের কাজের আনুষ্ঠানিক সূচনায় এই অঙ্গীকার করেছে মুকেশ আম্বানির টেলিকম সংস্থা৷ এ দিন নয়াদিল্লিতে এক অনুষ্ঠানে ৩১ ,০০০ কোটি টাকার প্রকল্পের কাজের সূচনার ঘোষণা করেন কেন্দ্রীয় টেলিকম মন্ত্রী মনোজ সিনহা , কেন্দ্রীয় আইন ও তথ্য প্রযুক্তি মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ , মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী প্রকাশ জাভড়েকর এবং বিহারের উপ -মুখ্যমন্ত্রী সুশীল কুমার মোদী৷ প্রাথমিক ভাবে ৩০ ,০০০ গ্রাম পঞ্চায়েতে ব্রডব্যান্ড পরিষেবা পেঁৗছে দিতে কেন্দ্রীয় সরকারকে সর্বোচ্চ অগ্রিম ১৩ কোটি টাকা ফি দিয়েছে জিও৷
EiSamay.Com the government will roll out the second and the final phase of the bharatnet project
দেশজুড়ে পঞ্চায়েতে ব্রডব্যান্ড পরিষেবা যাবে দু’বছরে


একই সঙ্গে তারা জানিয়েছে, যে ভাবে সরকার প্রকল্পের সম্প্রসারণ করবে , সেই অনুযায়ী তারা প্রত্যেক পঞ্চায়েতে ব্যান্ডউইডথ কিনবে৷ সিনহার হাতে চেক তুলে দেওয়ার পর রিলায়েন্স জিও ডিরেক্টর মহেন্দ্র নাহাটা বলেন , ‘ভারতনেট -এর থেকে ব্যান্ডউইডথ কিনতে জিএসটি সহ আমরা ১৩ কোটি টাকারও বেশি সরকারকে দিয়েছি৷ প্রাথমিক ভাবে আমরা ৩০ ,০০০ গ্রাম পঞ্চায়েতে পরিষেবা দেব এবং পরবর্তীকালে সরকার ভারতনেট প্রকল্পের সম্প্রসারণ করলে আমরা প্রতিটি পঞ্চায়েতে নোড বসাব৷ ’

ভারতী এয়ারটেল ৩০ ,৫০০ পঞ্চায়েতে ব্যান্ডউইডথ কিনতে ৫ কোটি টাকা দিয়েছে৷ ভোডাফোন এবং আইডিয়া সেলুলার যথাক্রমে ১১ লক্ষ ও ৫ লক্ষ টাকা সরকারের হাতে ফি বাবদ এদিন তুলে দেয়৷ এই প্রকল্পের দ্বিতীয় দফার আওতায় সরকার প্রায় দেড় লক্ষ পঞ্চায়েতকে ১০ লক্ষ কিলোমিটার দীর্ঘ অতিরিক্ত অপটিক্যাল ফাইবার -এর মাধ্যমে সংযুক্ত করবে এবং গ্রামাঞ্চলে ব্রডব্যান্ড ও ওয়াই -ফাই পরিষেবা শুরু করার জন্য এখনকার থেকে ৭৫ শতাংশ কম দামে টেলিকম সংস্থাগুলিকে ব্যান্ডউইডথ দেবে বলে সিনহা জানান৷ চলতি ক্যালেন্ডার বছরের মধ্যে ভারতনেট প্রকল্পের প্রথম পর্যায়ের কাজ শেষ হবে৷ সিনহা বলেন , ‘ব্রডব্যান্ড পরিষেবা ইতিমধ্যেই ৪৮ ,০০০ -এর বেশি গ্রামে চালু হয়েছে এবং আরও ৭৫ ,০০০ গ্রামে ব্রডব্যান্ড পরিষেবা যে কোনও দিন শুরু হবে৷ আগামী ২০১৯ সালের মার্চের মধ্যে সমগ্র ভারতনেট প্রকল্পের কাজ শেষ হয়ে যাবে বলে আমরা আশা করছি৷ ’প্রকল্পের প্রথম দফায় প্রায় ১ লক্ষ গ্রাম পঞ্চায়েত হাই -স্পিড ব্রডব্যান্ড পরিষেবা পাবে৷ সরকারের আশা , গ্রামাঞ্চলের বাসিন্দাদের অন্তত ২ মেগাবিট প্রতি সেকেন্ড গতিতে টেলিকম অপারেটররা ব্রডব্যান্ড পরিষেবা দিতে পারবে৷

আগের ইউপিএ সরকারের আমলে ২০১১ সালের অক্টোবরে প্রকল্পটি অনুমোদিত হয়৷ সেই সময়ে প্রকল্পটির নাম ছিল ন্যাশনাল অপটিক্যাল ফাইবার নেটওয়ার্ক৷ কিন্ত্ত , মাত্র কয়েক ’শ কিলোমিটার অপটিক্যাল ফাইবার পাতা হয়েছিল আগের সরকারের আমলে৷ এনডিএ সরকার ২০১৪ সালের মে মাসে কেন্দ্রে ক্ষমতায় আসার পর প্রকল্পের নয়া নাম হয় ভারতনেট৷ সরকারের হিসাবে ভারতনেট প্রকল্পের দ্বিতীয় পর্যায় নির্মাণে ১০ কোটি কর্মদিবস সৃষ্টি হবে৷ এই প্রকল্পের আওতায় প্রত্যেক পঞ্চায়েতে অপটিক্যাল ফাইবারের সঙ্গে সংযুক্ত করার জন্য একটি এক্সচেঞ্জ গড়ে তোলা হচ্ছে৷ সেই এক্সচেঞ্জের মাধ্যমে সরকারের থেকে ব্যান্ডউইডথ কিনে টেলিকম অপারেটররা তা গ্রামাঞ্চলে বিক্রি করতে পারবে৷ ভারতে বর্তমানে ৩৮ ,০০০ ওয়াই -ফাই হটস্পট রয়েছে৷ ভারতনেট প্রকল্পের দ্বিতীয় দফার আওতায় ৬ থেকে ৭ লক্ষ ওয়াই -ফাই হটস্পট তৈরি হবে৷ প্রতিটি পঞ্চায়েতে দুটি থেকে পাঁচটি হটস্পট থাকবে বলে সরকারের তরফে জানানো হয়েছে৷

পরের খবর