অ্যাপশহর

ব্ল্যাকলিস্ট থেকে মোছা হল ৩১২ বিদেশী শিখের নাম, রইল বাকি ২

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে জানানো হয়েছে, ওই তালিকায় থাকা ব্যক্তিদের নাম ধরে ধরে বিশ্বের বিভিন্ন সংস্থাকে দিয়ে তাঁরা অনুসন্ধান করেছেন। যার মধ্যে ছিল ৩১৪ জনের নাম। সেখান থেকেই দুজন ছাড়া সকলকেই এবার ছাড়পত্র দিল কেন্দ্রীয় স্বারাষ্ট্রমন্ত্রক।

EiSamay.Com 13 Sep 2019, 1:09 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: ভারত বিরোধী কাজে যুক্ত থাকা এবং দেশ বিরোধী কাজে মদত দেওয়ার অভিযোগে, এতদিন দেশে'Blacklist'-এর খাতায় থাকা ৩১২ জন শিখ বিদেশী নারগিকের নাম চিরতরে ব্ল্যাকলিস্টের তালিকা থেকে মুছে দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। যদিও ৩১৪ জনের এই তালিকায় এখনও দুজনের নাম রইল বলে, একইসঙ্গে জানিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। যার জেরে এবার থেকে এতদিন যে ৩১২ জন বিদেশী নাগরিক শিখ ব্ল্যাকলিস্টের তালিকায় ছিলেন, তাঁরা ফের নতুন করে ভারতে প্রবেশ করার অনুমতি পেলেন। পাশাপাশি তাঁরা ভারতে থাকা তাঁদের আত্মীয়দের সঙ্গেও নতুন করে যোগাযোগ করে যুক্ত হতে পারবেন মুল শিকড়ে বলে দাবি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রেকের।
EiSamay.Com sikh pagri


কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে জানানো হয়েছে, ওই তালিকায় থাকা ব্যক্তিদের নাম ধরে ধরে বিশ্বের বিভিন্ন সংস্থাকে দিয়ে তাঁরা অনুসন্ধান করেছেন। যার মধ্যে ছিল ৩১৪ জনের নাম। সেখান থেকেই দুজন ছাড়া সকলকেই এবার ছাড়পত্র দিল কেন্দ্রীয় স্বারাষ্ট্রমন্ত্রক।

১৯৮০ সালে এক দল শিখ ভারত বিরোধী কার্যকলাপের জেরে গ্রেফতারি এড়াতেই দেশ ছেড়ে বিদেশে চলে যান। ২০১৬ সালে তাদেরই একটি তালিকা করে তাদের করা হয় ব্ল্যাকলিস্ট। সেই তালিকা থেকেই মুছে দেওয়া হল ৩১২ জনের নাম। যার জেরে এবার থেকে বিদেশে থাকা এই শিখ সম্প্রদায়ের নাগরিকেরা প্রবাসী ভারতীয় হিসাবে পরিচিতি পাবেন। একইসঙ্গে তাঁরা দীর্ঘ দুবছরের জন্য দীর্ঘ মেয়াদী ভিসা পাবেন বলেও জানানো হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে।

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল