অ্যাপশহর

ছোটা শাকিলের সহকারীর বাড়িতে অভিযান, বাজেয়াপ্ত একে-৫৬ রাইফেল

ছোটা শাকিলের সহকারী নঈম ফাহিম খানের বাড়িতে শনিবার অপারেশান চালিয়ে অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র ছাড়াও বিপুল কার্তুজ বাজেয়াপ্ত করল থানে পুলিশ।

EiSamay.Com 8 Jul 2018, 1:26 am
এই সময় ডিজিটাল ডেস্ক: ছোটা শাকিলের সহকারী নঈম ফাহিম খানের বাড়িতে শনিবার অপারেশান চালিয়ে অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র ছাড়াও বিপুল কার্তুজ বাজেয়াপ্ত করল থানে পুলিশ।
EiSamay.Com AK 56


পুলিশ সূত্রে খবর, মুম্বইয়ের বাঙ্গুরনগরে নঈমের বাড়ি থেকে একটি একে-৫৬ রাইফেল ছাড়াও মিলেছে দুটো নাইন এমএম পিস্তল ও প্রচুর পরিমাণ কার্তুজ।

গত ৫ জুলাই ১০ গ্রাম কোকেন-সহ দুই মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছিল থানে পুলিশ। জেরার মুখে তারাই পুলিশকে আগ্নেয়াস্ত্রের খবর দেয়। তার ভিত্তিতেই এদিন ছোটা শাকিলের ওই সহকারীর বাড়িতে অভিযান চলে।

থানে পুলিশের কমিশনার পরমবীর সিং জানান, খোঁজ নিয়ে জানা গিয়েছে ছোটা শাকিলই ওই আগ্নেয়াস্ত্র পাঠিয়েছিল। যে গাড়িতে করে আগ্নেয়াস্ত্র আসে, বাড়িতে থেকে তা পাহারা দিচ্ছিল নঈম ফাহিম খানের স্ত্রী ইয়াসমিন। যে কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল