অ্যাপশহর

নদীতে ছুড়েছিল বাবা, ১১ ঘণ্টা লড়াই করে বাঁচল ৬-এর মেয়ে

বাবা বলেছিল নতুন জুতো কিনে দেবে। নতুন এক জোড়া ঝকঝকে জুতোর লোভ সামলাতে পারেনি ছয় বছরের মেয়েটি। বাবা ও তার এক বন্ধুর সঙ্গে বাড়ি থেকে বেরিয়েছিল একতা তুলসীরাম সিনাই।

EiSamay.Com 1 Jul 2016, 6:33 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: বাবা বলেছিল নতুন জুতো কিনে দেবে। নতুন এক জোড়া ঝকঝকে জুতোর লোভ সামলাতে পারেনি ছয় বছরের মেয়েটি। বাবা ও তার এক বন্ধুর সঙ্গে বাড়ি থেকে বেরিয়েছিল একতা তুলসীরাম সিনাই। তার মা তখন বাড়ি ছিল না। জুতো কিনে দেওয়ার বদলে মাঝপথে ব্রিজের ওপর থেকে নদীর জলে নিজের মেয়েকে ছুঁড়ে ফেলে দিল বাবা। কপালজোরে রক্ষা পেয়েছে মেয়েটি।
EiSamay.Com thane 6 year old clings to life for 11 hours after dad throws her in river
নদীতে ছুড়েছিল বাবা, ১১ ঘণ্টা লড়াই করে বাঁচল ৬-এর মেয়ে


মহারাষ্ট্রের থানে জেলার বদলাপুরে বুধবার রাত আটটা নাগাদ এই ঘটনা ঘটে। উলহাস নদীর ওপর ওয়ালিভালি সেতুর ওপর থেকে ৫০ ফুট নিচে নিজের ছয় বছরের মেয়েকে নিচে ফেলে দেয় তার বাবা। কিন্তু নদীর ওপরে কিছু ঝোপঝাড়ে আটকে যায় বাচ্চা মেয়েটি। ওইভাবেই ১১ ঘণ্টা কাটিয়ে দেয় সে। পরদিন সকাল ৬টায় নদীর ধারের একটি কনস্ট্রাকশন সাইটের নিরাপত্তারক্ষী রমেশ ভয়ের মেয়েটির কান্না শুনতে পান। ব্রিজের ওপরে এসে নিচের ঝোপে আটকে থাকা একতাকে দেখতে পান রমেশ। তখুনি খবর দেন পুলিশ ও ফায়ার ব্রিগেডে। ১৫ মিনিটের মধ্যে দমকল এসে বাচ্চাটিকে উদ্ধার করে।

আগের দিন রাতেই ভরতক নগর পুলিশ স্টেশনে মেয়ের নিখোঁজ হওয়ার অভিযোগ জানান তার মা। নাবালিকা হওয়ায় অপহরণের ডায়রি নেয় পুলিশ। মেয়েটির বাবার খোঁজ চলছে।

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল