অ্যাপশহর

বান্দিপোরায় সেনা ও পুলিশ শিবির লক্ষ্য করে গ্রেনেড হামলা

মঙ্গলবার রাতে উত্তর কাশ্মীরের বান্দিপোরার হাজিনে সেনা ছাউনি লক্ষ্য করে গ্রেনেড হামলা চালাল সন্ত্রাসবাদীরা।

EiSamay.Com 5 Jun 2018, 11:18 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: মঙ্গলবার রাতে উত্তর কাশ্মীরের বান্দিপোরার হাজিনে সেনা ছাউনি লক্ষ্য করে গ্রেনেড হামলা চালাল সন্ত্রাসবাদীরা। গ্রেনেড ছোড়া হয় পুলিশ শিবিরেও।
EiSamay.Com bandipora attack


সূত্রের খবর, সন্ত্রাসবাদীদের চার থেকে ছ-জনের ওই দলটি দু'টি ভাগে ভাগ হয়ে ১৩ রাষ্ট্রীয় রাইফেলের শিবিরে হামলা চালায়। একইসঙ্গে হাজিন থানা লক্ষ্য করেও গ্রেনেড ছোড়ে। পালটা প্রত্যাঘাত করে সেনাও। এখনও পর্যন্ত গোলাগুলি চলছে। তবে, হতাহতের কোনও খবর নেই।

এদিন বারামুল্লার সোপোরেও সেনাগাড়ি লক্ষ্য করে হামলা হয়েছে। আইইডি বিস্ফোরণে ভালোরকম ক্ষতিগ্রস্ত হয়েছে গাড়িটি।

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল