অ্যাপশহর

পুলওয়ামায় ফের জঙ্গিহানা, হামলা সিআরপিএফ-পুলিশের যৌথ শিবিরে

উপত্যকার অন্য অংশের তুলনায় দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামায় জঙ্গি তত্‍‌পরতা সবসময় বেশি। এপ্রিলের শুরু থেকে নতুন করে জঙ্গি উত্‍‌পাত শুরু হয়েছে। এ বার রাতের অন্ধকারে পুলিশ-সিআরপিএফের যৌথ ক্যাম্প লক্ষ্য করে গুলি চালাল জঙ্গিরা।

EiSamay.Com 17 Apr 2020, 10:31 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: ফের কাশ্মীরের পুলওয়ামাকে টার্গেট করল সন্ত্রাসবাদীরা। শুক্রবার রাতে কেন্দ্রীয় আধাসামরিক বাহিনী, সিআরপিএফ ও পুলিশের যৌথ শিবির লক্ষ্য করে এলোপাথাড়ি গুলিবর্ষণ করা হয় বলে সূত্রের খবর। এখনও পর্যন্ত কেউ নিহত হওয়ার খবর মেলেনি। তবে, সিআরপিএফের কমপক্ষে এক জওয়ান আহত হয়েছেন বলে জানা গিয়েছে।
EiSamay.Com JKPolicejpg


কোন জঙ্গি সংগঠন এদিন হামলা চালাল, তা এখনও পরিষ্কার নয়। কাশ্মীর পুলিশের একটি সূত্র জানাচ্ছে, অজ্ঞাতপরিচয় জঙ্গিরা শুক্রবার রাত পৌনে ৮টা নাগাদ দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামার নেওয়ায়, নাকা পয়েন্টে হামলা চালায়। সেখানে সিআরপিএফের বি/১৮৩ ব্যাটেলিয়ন ও পুলিশের যৌথ শিবির ছিল। এক জওয়ানের পায়ের গোড়ালিতে গুলি লেগেছে বলে নিশ্চিত করা হয়েছে। সিআরপিএফ সূত্রে খবর, রাতেই অস্ত্রোপচার করে, গোড়ালি থেকে গুলি বের করা হয়েছে।

অকস্মাত্‍‌ এই হামলার পরপরই গোটা এলাকা ঘিরে, তল্লাশি অভিযানে নেমেছে যৌথ বাহিনী। তবে, এখনও কোনও জঙ্গি ধরা পড়েনি। এখনও পর্যন্ত কোনও জঙ্গিসংগঠন হামলার দায় নেয়নি।

গত দু-সপ্তাহ ধরে জঙ্গি তত্‍পরতা বেড়েছে কাশ্মীরে। বিশেষত, পুলওয়ামায়। কয়েক দিন আগেই অনুপ্রবেশকারী পাঁচ পাকজঙ্গিকে খতম করে সুরক্ষা বাহিনী। বিশেষ ওই অভিযানে ভারতীয় সেনার বিশেষ বাহিনীর পাঁচ কম্যান্ডারও শহিদ হন। ভারতীয় সেনা সূত্রে খবর, ভারতে অনুপ্রবেশের জন্য কমপক্ষে ২০০ পাকজঙ্গি সীমান্তের ওপার অপেক্ষা করছে।

ভারতের অন্যান্য অঞ্চলের মতো উপত্যকাতেও হানা দিয়েছে করোনাভাইরাস। করোনার জেরে উদ্ভূত পরিস্থিতি সামাল দিতে প্রশাসনের সঙ্গে কাঁধে কাঁধে মিলিয়ে কাজ করছে সুরক্ষা বাহিনী। সেই সুযোগ কাজে লাগিয়েই কাশ্মীর সীমান্ত দিয়ে ভারতে অনপ্রবেশে মরিয়া পাকিস্তানি জঙ্গিরা।

পরের খবর