অ্যাপশহর

কাশ্মীরের ত্রালে চলছে এনকাউন্টার, খতম ১ সন্ত্রাসবাদী

অন্যদিকে বুদগাম জেলার ছাদোরা এলাকায় নিরাপত্তারক্ষী ও সন্ত্রাসবাদীদের মধ্যে গুলির লড়াই চলে। এই ঘটনায় এক সিআরপিএফ জওয়ান আহত হয়েছে। আহত জওয়ানকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুদগাম জেলার ওই এলাকায় এখনও চলছে তল্লাশি অভিযান।

EiSamay.Com 24 Sep 2020, 3:13 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: ফের উত্তপ্ত হয়ে উঠেছে ভূস্বর্গ। বৃহস্পতিবার সকালে, জম্মু ও কাশ্মীরের ত্রালে নিরাপত্তারক্ষীদের গুলিতে খতম হয়েছে এক সন্ত্রাসবাদী। এদিন দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামা জেলার মাঘামা এলাকাতেও গুলির লড়াই চলে দুপক্ষের।
EiSamay.Com tral encounter
ফাইল ছবি


কাশ্মীর পুলিশ জানিয়েছে, এদিন, ত্রাল এনকাউন্টারে এক অজ্ঞাতপরিচয় সন্ত্রাসবাদীর মৃত্যু হয়েছে। এখনও সেখানে এনকাউন্টার চলছে। পুলিশ ও নিরাপত্তারক্ষী বাহিনীর যৌথ অভিযানে সেখানে চিরুনি তল্লাশি চলছে।

কাশ্মীর পুলিশ আরও জানিয়েছে, ত্রালের মাঘামায় এনকাউন্টারে কোনও ক্ষয়ক্ষতি ছাড়াই অভিযান চালানো সম্ভব হয়েছে। ঘটনাস্থল থেকে বেশ কিছু আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। ওই এলাকায় আর কোনও সন্ত্রাসবাদী গা ঢাকা দিয়েছে কিনা, তার জন্য তল্লাশি অভিযান জারি করা হয়েছে।

জম্মু-কাশ্মীরে ফের এনকাউন্টার, খতম জইশ জঙ্গি

নিহত সন্ত্রাসবাদীর পরিচয় এখনও জানা সম্ভব হয়নি। গোটা এলাকায় কর্ডন করে যৌথ বাহিনী অভিযান পর্ব জারি রেখেছে।

অন্যদিকে বুদগাম জেলার ছাদোরা এলাকায় নিরাপত্তারক্ষী ও সন্ত্রাসবাদীদের মধ্যে গুলির লড়াই চলে। এই ঘটনায় এক সিআরপিএফ জওয়ান আহত হয়েছে। আহত জওয়ানকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুদগাম জেলার ওই এলাকায় এখনও চলছে তল্লাশি অভিযান।

শ্রীনগরে এনকাউন্টারে খতম ৩ জঙ্গি, মৃত্যু এক মহিলারও


এই সময় ডিজিটাল এখন টেলিগ্রামেও। সাবস্ক্রাইব করুন, থাকুন সবসময় আপডেটেড। জাস্ট এখানে ক্লিক করুন-

পরের খবর