অ্যাপশহর

হিজবুল কমান্ডারের খোঁজে তল্লাশি, পুলওয়ামা এনকাউন্টারে নিহত ১ সন্ত্রাসবাদী

মঙ্গলবার রাতে, অবন্তীপুরার বেঘপোরা গ্রামে গা ঢাকা দিয়েছে হিজবুল মুজাহিদিন সংগঠনের শীর্ষ কমান্ডার রিয়াজ নাইকো।সে ছাড়াও আরও কয়েকজন সন্ত্রাসবাদী আত্মগোপন করে রয়েছে বলে খবর রয়েছে

EiSamay.Com 6 May 2020, 11:20 am
এই সময় ডিজিটাল ডেস্ক: লাগাতার সেনাবহিনী লক্ষ্য করে হামলা চালিয়ে যাচ্ছে অনুপ্রবেশকারী। বুধবার সকাল থেকে কাশ্মীর সীমান্তে ফের সেনা-সন্ত্রাসবাদীদের মধ্যে গুলির লড়াই চলে।
EiSamay.Com encounter
ছবিটি প্রতীকী। ফাইল ছবি


সূত্রের খবর, পুলওয়ামার শরসালি এলাকায় জঙ্গি লুকিয়ে রয়েছে, এই খবর পাওয়ার পরই ওই এলাকায় তল্লাশি অভিযান চালায় সিআরপিএফ ও রাষ্ট্রীয় রাইফেলসের বাহিনী। সেখানেই সেনাবাহিনী লক্ষ্যে করে গুলি চালাতে শুরু করে আতঙ্কবাদীরা। পুলওয়ামা এনকাউন্টারে এখনও পর্যন্ত ১ সন্ত্রাসবাদী নিহত হয়েছে। তবে এলাকায় এখনও তল্লাশি অভিযান জারি রেখেছে নিরাপত্তারক্ষীরা।

জানা গিয়েছে, মঙ্গলবার রাতে, অবন্তীপুরার বেঘপোরা গ্রামে গা ঢাকা দিয়েছে হিজবুল মুজাহিদিন সংগঠনের শীর্ষ কমান্ডার রিয়াজ নাইকো।সে ছাড়াও আরও কয়েকজন সন্ত্রাসবাদী আত্মগোপন করে রয়েছে বলে খবর রয়েছে। সন্ত্রাসবাদীদের খোঁজে প্রতিটি বাড়িতে তল্লাশি শুরু করেছে নিরাপত্তারক্ষী বাহিনী ও জম্মু ও কাশ্মীর পুলিশ।

প্রসঙ্গত, বুধবার সকাল থেকে কাশ্মীর সীমান্তের মোট তিনটি বিভিন্ন জায়গায় অপারেশন শুরু হয়েছে। মঙ্গলবার বিকেলে ত্রাল এলাকার সাতুরা গ্রাম থেকে জইশ-ই-মহম্মদ সন্ত্রাসবাদী সংগঠনের এক সন্ত্রাসবাদীকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার হয়েছে প্রচুর অত্যাধুনিক আগ্নেয়াস্ত্রও। তাতে রয়েছে চিনা বন্দুকও।

প্রসঙ্গত, দেশে করোনা আবহের মধ্যেই সীমান্তে লাগাতার গোলাগুলি বর্ষণ করে চলেছে পাক সেনা। অন্যদিকে সেনাকে লক্ষ্য করে গ্রেনেড হামলা চালাচ্ছে সন্ত্রাসবাদীরাও।

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল