অ্যাপশহর

ঋষির প্রয়াণে বেদনাহত নমো, শোকের ছায়া রাজনীতির ময়দানে

দীর্ঘদিন ধরেই ক্যানসারের বিরুদ্ধে লড়াই করছিলেন ৬৭ বছরের এই অভিনেতা। বুধবার সকালে তাঁকে মুম্বইয়েই এইচএন রিলায়েন্স হসপিটালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার সকাল ৮.৪৫ মিনিটে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

EiSamay.Com 30 Apr 2020, 11:56 am

হাইলাইটস

  • ঋষি কাপুরের মৃত্যুর পর ট্যুইট করে শোক প্রকাশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
  • ঋষিকে প্রতিভার পাওয়ারহাউস বলে উল্লেখ করেন তিনি।
EiSamay.Com Rishi Kapoor
ঋষি কাপুরের মৃত্যু
এই সময় ডিজিটাল ডেস্ক: প্রথমে ইরফান খান, পরের দিনই ঋষি কাপুর। অভিনয় জগতের দুই নক্ষত্রের পর পর খসে যাওয়ার ধাক্কা সামলে উঠতে পারছে না গোটা দেশ। শোকাচ্ছন্ন রাজনীতির আঙ্গনও। বৃহস্পতিবার ঋষি কাপুরের মৃত্যুতে ট্যুইট করে শোক প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে রাহুল গান্ধী-সহ অনেকেই।
ঋষি কাপুরের মৃত্যুর পর ট্যুইট করে শোক প্রকাশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ঋষিকে প্রতিভার পাওয়ারহাউস বলে উল্লেখ করেন তিনি।


ট্যুইট বার্তায় শোক প্রকাশ করেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। ভারতীয় সিনেমার পক্ষে এক দুঃসহ সপ্তাহ যাচ্ছে বলে উল্লেখ করেন তিনি। অসাধারণ অভিনেতা ঋষির প্রয়াণে ভারতীয় বিনোদন জগতের বড় ক্ষতি বলে মন্তব্য করেন রাহুল।


ঋষির মৃত্যুতে শোক প্রকাশ করে কংগ্রেস সাংসদ শশী থারুরও। তাঁর স্কুলে উঁচু ক্লাসে পড়তেন ঋষি। ট্যুইটে সেই কথা উল্লেখ করেন শশী।


ঋষি কাপুরের মৃত্যুতে ট্যুইট বার্তায় শোক প্রকাশ করেন কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর। অসাধারণ অভিনেতা হওয়ার পাশাপাশি ঋষি কাপুর একজন অসামান্য মনের মানুষ ছিলেন বলে মন্তব্য করেন তিনি।

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল