অ্যাপশহর

দশ ঘণ্টার লড়াই শেষ! কুয়ো থেকে উদ্ধার ৩ বছরের শিশুর নিথর দেহ

চোদ্দ বছর আগের হরিায়ানার সেই প্রিন্সের স্মৃতি উসকে দিল তেলঙ্গানা। তবে সেদিন প্রিন্স বেঁচে ফিরলেও, তেলঙ্গানার এই শিশুটির গভীর কুয়োর পড়ে আর ফিরল না। দশ ঘণ্টার লড়াই করে মৃতদেহ উদ্ধার করেন উদ্ধারকরীরা।

EiSamay.Com 28 May 2020, 12:37 pm

হাইলাইটস

  • বুধবার বিকেল পাঁচটা নাগাদ তেলঙ্গনার মেদক জেলার পডচানপল্লী গ্রামে খেলতে খেলতে ১৭ ফুট গভীর গর্তে পড়ে যায় এই শিশুটি।
  • দিন কয়েক আগেই সে বাবা মায়ের সঙ্গে দাদু দিদিমার গ্রামের বাড়িতে এসেছিল।
  • ওই দিন বিকেলে দাদুর সঙ্গে খেলতে বেরিয়েছিল সে। বাড়ি ফেরার সময় আচমকাই একটি কুয়োয় পড়ে যায় সে।
EiSamay.Com দেহ উদ্ধার করছে উদ্ধারকারীরা
দেহ উদ্ধার করছে উদ্ধারকারীরা
এই সময় ডিজিটাল ডেস্ক: লড়াই শেষ! বাঁচানো গেলো না তিন বছরের শিশু সাই বর্ধনের। বৃহস্পতিবার ভোর চারটে নাগাদ শিশুটির কাছে গিয়ে উদ্ধারকারী দলের সদস্য দেখেন, শিশুটি মৃত্যুর কোলে ঢলে পড়েছে।
বুধবার বিকেল পাঁচটা নাগাদ তেলঙ্গনার মেদক জেলার পডচানপল্লী গ্রামে খেলতে খেলতে ১৭ ফুট গভীর গর্তে পড়ে যায় এই শিশুটি। দিন কয়েক আগেই সে বাবা মায়ের সঙ্গে দাদু দিদিমার গ্রামের বাড়িতে এসেছিল। ওই দিন বিকেলে দাদুর সঙ্গে খেলতে বেরিয়েছিল সে। বাড়ি ফেরার সময় আচমকাই একটি কুয়োয় পড়ে যায় সে। এর পর উদ্ধারকার্য শুরু হয়। সূত্রের খবর, দিন কয়েক আগেই সে বাবা মায়ের সঙ্গে দাদু দিদিমার গ্রামের বাড়িতে এসেছিল। বাড়ি ফেরার সময় আচমকাই একটি কুয়োয় পড়ে যায় ওই শিশুটি।


ঘটনাস্থলে যায় উদ্ধারকারী দল। তাঁরা ওই কুয়োয় অক্সিজেন পাঠায়। কুয়োর বেড় বাড়ানোর জন্য খুঁড়ে চলে উদ্ধারকারীরা। দশ ঘণ্টা ধরে চলে সেই লড়াই। কিন্তু শেষরক্ষা হল না। বৃহস্পতিবার ভোরে তার মৃতদেহ উদ্ধার করা হয়। সূত্রের খবর, ওই এলাকায় এই রকম আরও দুটি বেআইনি ভাবে কুয়ো খোঁড়া হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানা গিয়েছে।

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল