অ্যাপশহর

খরাদীর্ণ বুন্দেলখণ্ডে বৃষ্টির প্রার্থনা, জলে ৮ ঘণ্টা নাচ কিশোরীর

বৃষ্টির থিমে নাচের জন্য অঙ্কিতা বেছে নিয়েছিল 'বরসো রে মেঘা মেঘা', 'পানি পানি রে', 'আব কি সাওন'-এর মতো গান।

EiSamay.Com 27 Jun 2016, 1:06 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: খরাদীর্ণ বুন্দেলখণ্ডে ভালো বৃষ্টির কামনায় জলের উপর টানা ৮ ঘণ্টা নাচল এক কিশোরী। অঙ্কিতা বাজপেয়ি নামে ১৫ বছরের ওই কিশোরীর এই প্রচেষ্টা তাঁর নাম তুলে দিল ইন্ডিয়া বুক অব রেকর্ডস ও মার্ভেলাস বুক অব রেকর্ডসে।
EiSamay.Com teenager dances in water for 8 hours for rains in bkhand
খরাদীর্ণ বুন্দেলখণ্ডে বৃষ্টির প্রার্থনা, জলে ৮ ঘণ্টা নাচ কিশোরীর


কথক নাচের সময় এক মিনিটে ১২০ বার ঘোরা, মাটির পাত্রের উপর দাঁড়িয়ে টানা ৫ ঘণ্টা নাচ - এরকম নানা কীর্তির জন্য এর আগেই ইন্ডিয়া বুক অব রেকর্ডসে নাম উঠেছে অঙ্কিতার। আর এবার অঙ্কিতা ভেবেছিল, টানা ৫ ঘণ্টা জলের উপর নাচবে। তবে, দর্শকদের অনুপ্রেরণা তার সাহস ও শক্তি বাড়িয়ে দেয় কয়েক গুণ। বৃষ্টির থিমে নাচের জন্য অঙ্কিতা বেছে নিয়েছিল 'বরসো রে মেঘা মেঘা', 'পানি পানি রে', 'আব কি সাওন'-এর মতো গান। এছাড়াও সে লাবণী, রাজস্থানী ও সুফি স্টাইলের নৃত্য পরিবেশন করে। অঙ্কিতা জানাল, 'একটি ইংরাজি মুভি দেখে নাচের মাধ্যমে বৃষ্টির প্রার্থনা করার পরিকল্পনাটা মাথায় আসে। গত বছরও যেহেতু বৃষ্টি খুব কম হয়েছিল, সেজন্যই আমার মনে হয় যে আমার কিছু একটা করা দরকার।'

শনিবার একটি স্যুইমিং পুলে হাঁটুডোবা জলে দাঁড়িয়ে টানা ৮ ঘণ্টা নাচে অঙ্কিতা। 'জলে নাচতে গেলে শরীরের নীচের ভাগে বিশেষত গোড়ালি ও পায়ের পাতায় প্রচুর শক্তি থাকা প্রয়োজন। আমি রোজ তিন ঘণ্টা জলে নাচ অনুশীলন করেছি। কাজেই আমার কাছে এটা খুব একটা কঠিন ছিল না।'

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল