অ্যাপশহর

শিশুদের জন্য টাকা চাই, সাইকেলে ১২০০ কিমি

হায়দরাবাদের ‘গ্লোবাল এইড’ নামে এক অসরকারি প্রতিষ্ঠানের এক আবাসিকে থাকে প্রায় শ’তিনেক অনাথ শিশু-কিশোর। এদের পড়াশোনা, থাকা-খাওয়া ও অন্যান্য খরচ মেটাতে প্রয়োজন হয় মোটা অঙ্কের অর্থ।

EiSamay.Com 12 Feb 2020, 12:35 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: অনাথ শিশুদের শিক্ষার জন্য টাকা সংগ্রহের উদ্দেশ্যে হায়দরাবাদ থেকে রামেশ্বরম পর্যন্ত ১২০০ কিলোমিটার সাইকেলযাত্রায় সামিল হলেন ষোলজন তথ্যপ্রযুক্তি কর্মী।
EiSamay.Com D4
প্রতীকি ছবি


গত ৮ ফেব্রুয়ারি, এলবি নগর থেকে যাত্রা শুরু হয়েছে। তামিলনাড়ুর বেশ কয়েকটা জায়গা ঘুরে ১৪ ফেব্রুয়ারি রামেশ্বরমে শেষ হবে এই অর্থসংগ্রহ যাত্রা। হায়দরাবাদের ‘গ্লোবাল এইড’ নামে এক অসরকারি প্রতিষ্ঠানের এক আবাসিকে থাকে প্রায় শ’তিনেক অনাথ শিশু-কিশোর। এদের পড়াশোনা, থাকা-খাওয়া ও অন্যান্য খরচ মেটাতে প্রয়োজন হয় মোটা অঙ্কের অর্থ। ২৬ থেকে ৫৪ বছর বয়সী বিভিন্ন কর্পোরেট ও বহুজাতিক সংস্থার এই তথ্যপ্রযুক্তি কর্মীরা গত দশ বছর ধরেই ওই শিশুদের জন্য বিভিন্ন ভাবে অর্থ সংগ্রহের কাজে ব্যাপ্ত রয়েছেন।

এর আগে অমরাবতী, ভাইজ্যাগ, মহীশূরের মতো জায়গায় সাইকেলযাত্রা করে ওই সংস্থার জন্য প্রায় কুড়ি লক্ষেরও বেশি টাকা সংগ্রহ করে দিয়েছেন, যা দিয়ে ওই আবাসিক বিদ্যালয়ের নিজস্ব ভবন, সৌরবাতির ব্যবস্থা করা সম্ভব হয়েছে।

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল