অ্যাপশহর

স্কুলবাস খারাপ, নিজেরা বসে থেকে খুদেদের দিয়ে ঠেলালেন শিক্ষিকারা

হায়দরাবাদের একটি ইংরেজি মাধ্যম স্কুল এসআর হাই স্কুলের স্কুলবাসের ব্যাটারি বসে যায়। মাঝপথে বাস খারাপ হয়ে যাওয়া বাসের মধ্যে পড়ুয়াদের বাস ঠেলতে বলা হয়। বাসের মধ্যে ছিলেন চালক ও দুজন শিক্ষিকা।

EiSamay.Com 2 Nov 2019, 4:45 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: পড়ুয়ারা স্কুলে কেন যায়, সেই প্রশ্ন নানা কারণেই অভিভাবক ও আশেপাশের মানুষেদের মনে উঁকি দেয়। তবে এই কাণ্ডের ছবি দেখার পর আপনি বাড়ির ছেলে-মেয়েদেরকে স্কুলবাসে করে স্কুলে যেতে একবার হলেও চিন্তা করবেন।
EiSamay.Com D7


হায়দরাবাদের একটি ইংরেজি মাধ্যম স্কুল এসআর হাই স্কুলের স্কুলবাসের ব্যাটারি বসে যায়। মাঝপথে বাস খারাপ হয়ে যাওয়া বাসের মধ্যে পড়ুয়াদের বাস ঠেলতে বলা হয়। বাসের মধ্যে ছিলেন চালক ও দুজন শিক্ষিকা। এই ঘটনাকে কেন্দ্র পড়ে তোলপাড় হয়ে যায়। শুক্রবারের এই ঘটনাকে কেন্দ্র করে অভিযোগ করেছে বালালা হাক্কুলা সংঘম। তাঁর কথায়, ৫ শিশু বাসের পিছন থেকে ঠেলে এগিয়ে নিয়ে যাচ্ছে। একটি বেসরকারি স্কুল এতটা দায়হীন হয় কী করে। যেখানে হাজার হাজার টাকা নিয়ে পড়াশওনা করানো হয়। এমন কাজ শিশুশ্রমিকের আওতাধীন।

খবরটি ইংরেজিতে পড়ুন এখানে...

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল