অ্যাপশহর

চালান চা দোকান, পড়ান পথশিশুদের! কানপুরের মহম্মদে মজেছেন লক্ষ্মণও...

তাঁর কাজের কথা শুনে প্রাক্তন ক্রিকেটার ভি ভি এস লক্ষ্মণও একেবারে বাকরুদ্ধ হয়ে গিয়েছেন। ট্যুইটারে চা বিক্রেতা মহম্মদ মেহবুব মালিকের কথা ও ছবি শেয়ার করে প্রশংসা করেছেন লক্ষ্মণ।

EiSamay.Com 7 Nov 2019, 6:19 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: বিখ্যাত কলামনিস্ট রন হল একবার লিখেছিলেন, 'একসঙ্গে আমরা পৃথিবী বদলে ফেলতে পারি, একটা সময় মহানুভবতার একটা দৃঢ় পদক্ষেপ করতে হয় শুধু।' উত্তর প্রদেশের কানপুরের এক চা বিক্রেতার জীবনের গল্প যেন একেবারে মিলে যাচ্ছে এই কথার সঙ্গে।
EiSamay.Com Laxman
.


তাঁর কাজের কথা শুনে প্রাক্তন ক্রিকেটার ভি ভি এস লক্ষ্মণও একেবারে বাকরুদ্ধ হয়ে গিয়েছেন। ট্যুইটারে চা বিক্রেতা মহম্মদ মেহবুব মালিকের কথা ও ছবি শেয়ার করে প্রশংসা করেছেন লক্ষ্মণ। জানা গিয়েছে, মালিক তাঁর চা দোকানের রোজগার থেকে ৪০টি প্রান্তিক ও অবহেলিত শিশুর পড়াশোনার দায়িত্ব নিয়েছেন। মালিকের এমন উদ্যোগের কথা শুনে সোশ্যাল মিডিয়ায় প্রশংসা পেয়েছেন তিনি।


মালিক জানিয়েছেন, ছোটবেলাটা তাঁর অত্যন্ত দারিদ্রের মধ্যে কেটেছে। সে কারণে হাইস্কুলে পড়া হয়নি তাঁর। ২০১৭ সালে এই সব ঘটনার কথা মনে করেই 'মা তুঝে সেলাম' নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থা খোলেন তিনি। চা দোকান চালিয়ে যা রোজগার হয় তার ৮০ শতাংশ ওই ৪০ জন শিশুর জন্য বই, পোশাকের ব্যবস্থা করেন তিনি।

কানপুরের সারদা নগরের ওই চা বিক্রেতার গুণের কথা শুনে লক্ষ্মণ ট্যুইট করেছেন, '... কী অসাধারণ এক অনুপ্রেরণা।'

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল