অ্যাপশহর

দক্ষিণীরা কালো, বললেন তরুণ

ভারতীয়রা জাতিবিদ্বেষী নয় বলে সওয়াল করতে গিয়ে জাতিবিদ্বেষী মন্তব্য করেই বিতর্কে জড়ালেন বিজেপি নেতা তরুণ বিজয়৷

EiSamay.Com 8 Apr 2017, 1:13 pm
নয়াদিল্লি : ভারতীয়রা জাতিবিদ্বেষী নয় বলে সওয়াল করতে গিয়ে জাতিবিদ্বেষী মন্তব্য করেই বিতর্কে জড়ালেন বিজেপি নেতা তরুণ বিজয়৷ সম্প্রতি গ্রেটার নয়ডায় নাইজিরিয়দের উপর আক্রমণ প্রসঙ্গে ভারতীয়দের বিরুদ্ধে জাতিবিদ্বেষের যে অভিযোগ উঠেছে , একটি টিভি চ্যানেলে দেওয়া সাক্ষাত্কারে বিজয় তা খারিজ করে দাবি করেন , ভারতীয়রা জাতিবিদ্বেষী হলে দক্ষিণ ভারতের ‘কালো মানুষদের ’ সঙ্গে বসবাস করতে পারত না৷
EiSamay.Com tarun vijays racist rant identity has no link with skin colour despite societys prejudices
দক্ষিণীরা কালো, বললেন তরুণ


ওই ভিডিয়ো ভাইরাল হয়ে যাওয়ার পর প্রবল সমালোচনার মুখে পড়ে অবশ্য দুঃখপ্রকাশ করেছেন এই বিজেপি নেতা৷ আল জাজিরা টিভির এক বিতর্ক অনুষ্ঠানে ভারতে জাতিবিদ্বেষের অভিযোগ প্রসঙ্গে রাজ্যসভার প্রাক্তন সাংসদ এবং আরএসএস -এর সান্তাহিক পত্রের সম্পাদক তরুণ বিজয় মন্তব্য করেন , ‘আপনারা গোটা দক্ষিণ ভারতের সঙ্গে পরিচিত৷ তামিলনাড়ু , কেরালা , কর্ণাটক , অন্ধ্র৷ সব জায়গায় কালো মানুষ৷ যদি আমরা জাতিবিদ্বেষীই হয়ে থাকি , তা হলে এই সব কালো মানুষের সঙ্গে আমরা কেন থাকব ? আপনারা তো আমাদের ইতিহাসকেই অস্বীকার করছেন৷ ’ এই মন্তব্যের জন্য প্রবল সমালোচনার মুখে পড়েন বিজয়৷ তাঁর এই মন্তব্য জাতিবিদ্বেষেরই প্রতিফলন বলে সরব হন বহু মানুষ৷ সোশ্যাল মিডিয়াতেও উপচে পড়ে দ্ব্যর্থহীন ক্ষোভ৷

পরে অবশ্য ক্ষমা চেয়েছেন বিজয়৷ তাঁর ব্যাখ্যা , ওই মন্তব্যের ফলে যে কথা লোকের কাছে পৌঁছেছে , আসলে তিনি সে কথা বলতে চাননি৷ তবে তিনি স্বীকার করে নিয়েছেন , যে শব্দ বা ভাষায় তিনি নিজের বক্তব্য পেশ করেছেন , তা ঠিক ছিল না৷ টুইটারে তিনি লেখেন , ‘বক্তব্যটা ছিল , আমরা জাতিবিদ্বেষের সঙ্গে লড়াই করেছি৷ এ দেশে লোকের গায়ের রং বিভিন্ন রকম৷ কিন্ত্ত তার জন্য কখনও তাঁদের জাতিবিদ্বেষের শিকার হতে হয়নি৷ হয়তো এই বার্তা পৌঁছে দেওয়ার জন্য আমার কথাগুলো ঠিকঠাক ছিল না৷ কাউকে আঘাত করে থাকলে আমি সত্যিই খুব দুঃখিত৷ যাঁরা মনে করছেন আমি যা বোঝাতে চেয়েছি , তার চেয়ে আলাদা কিছু বলেছি , তাঁদের কাছে আমি আন্তরিক ভাবে ক্ষমাপ্রার্থী৷ ’

নাইজিরিয়দের উপর আক্রমণের ঘটনার পর থেকেই ‘জাতিবিদ্বেষ ’-এর অভিযোগ মানতে চাইছে না নয়াদিল্লি৷ কেন্দ্র ওই ঘটনাকে সাধারণ অপরাধমূলক প্রবণতা বলে উড়িয়ে দেওয়ার চেষ্টা করছে৷ জাতিবিদ্বেষের অভিযোগ আনার জন্য এর আগে বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ নাইজিরিয়ার রাষ্ট্রদূতের সমালোচনা করেছেন৷ যদিও বিভিন্ন মহলে অভিযোগ , সরকার একটা গুরুতর সমস্যাকে লঘু করে দেখাতে চাইছে৷

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল