অ্যাপশহর

রোজগার ২০০ কোটি তাও তাজ মহল পেল মাত্র ১৩!

আর্কিওলজিকাল সার্ভে অফ ইন্ডিয়ার আগ্রা সার্কেলের সুপারিনটেন্ডিং আর্কিওলজিস্ট বসন্ত কে স্বরানকার জানিয়েছেন, পর্যটকদের সুবিধে কথা মাথায় রেখে তাঁর কাজ করছেন।

EiSamay.Com 6 Dec 2019, 3:52 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ হেরিটেজ স্থাপত্য তাজ মহলের সারা বছরই লেগে থাকে পর্যটকের ভিড়। গত তিন বছরে টিকিট বিক্রি করে ২০০ কোটি টাকার উপর আয় হয়েছে তাজ মহলের। কিন্তু আশ্চর্যের বিষয়, এই সময়ে তাজ মহলের রক্ষণাবেক্ষণের জন্য়ে উত্তরপ্রদেশ সরকার খরচ করেছে মাত্র ১৩ কোটি ৩৭ লাখ টাকা। সম্প্রতি লোক সভায় এই তথ্য প্রকাশ করেছেন কেন্দ্রীয় পর্যটন ও সংস্কৃতি বিভাগের প্রতিমন্ত্রী প্রহ্লাদ পটেল। তিনি এও জানিয়েছেন টিকিটের দাম বাড়লেও, কমেনি পর্যটকের সংখ্যা। বরং সময়ের সঙ্গে তা কয়েক গুণ বেড়েছে।
EiSamay.Com ​Taj Mahal earned Rs 200 crore in three years from tourists, but gets only Rs 13 crore for upkeepment
তাজ মহল পেল মাত্র ১৩!


গত তিন বছরে ভারতীয় এবং বিদেশি মিলিয়ে প্রায় ২ কোটি পর্যটক এসেছেন তাজ মহলের সৌন্দর্য প্রত্যক্ষ করতে। ২০১৮ সালেই তাজ মহলে প্রবেশ মূল্য ভারতীয়দের জন্যে ৪০ টাকা থেকে বাড়িয়ে ৫০ টাকা করা হয়েছিল এবং বিদেশি পর্যটকদের জন্যে ১০০০ টাকা থেকে বেড়ে ১১০০ টাকা করা হয়। সমাধিক্ষেত্রের ভিতরে প্রবেশের জন্যে ১০ ডিসেম্বর থেকে চালু হয়েছিল ২০০ টাকার টিকিট।

আর্কিওলজিকাল সার্ভে অফ ইন্ডিয়ার আগ্রা সার্কেলের সুপারিনটেন্ডিং আর্কিওলজিস্ট বসন্ত কে স্বরানকার জানিয়েছেন, পর্যটকদের সুবিধে কথা মাথায় রেখে তাঁর কাজ করছেন। এখনও পর্যন্ত ২৮টি পানীয় জলের ফোয়ারা লাগানো হয়েছে। যে সব মায়েরা সন্তানদের স্তন্যপান করান তাঁদের কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে শীততাপ নিয়ন্ত্রিত ফিডিং রুমও।

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল