অ্যাপশহর

ভারতজুড়ে সোয়াইন ফ্লু'র শিকার ১৬৯, আক্রান্ত আরও ৪,৫০০

২০১৯ সালের প্রথম একমাসেই ভারতে সোয়াইন ফ্লু আক্রান্ত হয়ে ১৬৯ জন মারা গিয়েছেন। পরীক্ষায় আরও ৪,৫৭১ জনের রক্তে মিলেছে সোয়াইন ফ্লুর ভাইরাস। বুধবার ন্যাশনাল সেন্টার ফর ডিজিজ কন্ট্রোলের পেশ করা এক পরিসংখ্যানে এমনটাই দাবি করা হয়েছে।

EiSamay.Com 31 Jan 2019, 1:27 am
এই সময় ডিজিটাল ডেস্ক: ২০১৯ সালের প্রথম একমাসেই ভারতে সোয়াইন ফ্লু আক্রান্ত হয়ে ১৬৯ জন মারা গিয়েছেন। পরীক্ষায় আরও ৪,৫৭১ জনের রক্তে মিলেছে সোয়াইন ফ্লুর ভাইরাস। বুধবার ন্যাশনাল সেন্টার ফর ডিজিজ কন্ট্রোলের পেশ করা এক পরিসংখ্যানে এমনটাই দাবি করা হয়েছে।
EiSamay.Com swine flu


সব থেকে খারাপ অবস্থা রাজস্থানের। ২৭ জানুয়ারি পর্যন্ত শুধু রাজস্থানেই ৭২ জন সোয়াইন ফ্লুর বলি হয়েছেন। সোয়াইন ফ্লুর H1N1 ভাইরাস মিলেছে আরও ১,৮৫৬ জনের রক্তে।

গুজরাতে সোয়াইন ফ্লুতে প্রাণ হারিয়েছেন ২০ জন। আক্রান্তও আরও ৫৭৬ জন। এর পরেই রয়েছে রাজধানী দিল্লি। এখনও পর্যন্ত ৪৭৯ জনের রক্তে ফ্লুর ভাইরাস পাওয়া গিয়েছে। যদিও স্বস্তি এটাই, কোনও মৃত্যুর ঘটনা ঘটেনি।

সোয়াইন ফ্লু হচ্ছে শ্বাসপ্রশ্বাসজনিত অসুখ। যার মূলে H1N1 ইনফ্লুয়েঞ্জা ভাইরাস। শুয়োর থেকে সংক্রামিত হয়। তবে, ইদানীং ব্যাপক হারে মানুষের মধ্যে ছড়িয়ে পড়ছে। রোগের লক্ষণ জ্বর ও সর্দিকাশি। সেইসঙ্গে গলায় ব্যথা, গা-হাত-পায়ে যন্ত্রণা। গর্ভবতী মহিলা, পাঁচ বছরের কমবয়সি শিশু, বয়স্ক মানুষ ও শারীরিক অসুস্থার কারণে কমজোরি মানুষের ফ্লুতে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি।

সোয়াইন ফ্লুর সংক্রমণ ঠেকাতে কেন্দ্রশাসিত অঞ্চল ও রাজ্যগুলির সঙ্গে কথা বলে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। স্বাস্থ্যমন্ত্রকের তরফে আশ্বস্ত করা হয়েছে, ফ্লুর ওষুধ পর্যাপ্ত পরিমাণে মজুদ রয়েছে।

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল