অ্যাপশহর

রাজস্থানে সোয়াইন ফ্লুতে ৮৬ জনের মৃত্যু

মৃতদের মধ্যে রাজস্থানের ভিলওয়ারা জেলার মণ্ডলগড়ের বিজেপি বিধায়ক কীর্তি কুমারীও রয়েছেন। এই আট মাসের মধ্যে ৩,৪৪০ জনের রক্তের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ৯১০টি ক্ষেত্রে রেজাল্ট পজিটিভ।

EiSamay.Com 31 Aug 2017, 8:49 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: সোয়াইন ফ্লু ভাইরাসের আক্রমণে রাজস্থানে গত জানুয়ারি থেকে এ পর্যন্ত ৮৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৫ জন আবার ভিন রাজ্যের। বৃহস্পতিবার এক সরকারি বিবৃতিতে এই তথ্য পেশ করা হয়েছে।
EiSamay.Com swine flu claims 86 lives in rajasthan
রাজস্থানে সোয়াইন ফ্লুতে ৮৬ জনের মৃত্যু


মৃতদের মধ্যে রাজস্থানের ভিলওয়ারা জেলার মণ্ডলগড়ের বিজেপি বিধায়ক কীর্তি কুমারীও রয়েছেন। এই আট মাসের মধ্যে ৩,৪৪০ জনের রক্তের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ৯১০টি ক্ষেত্রে রেজাল্ট পজিটিভ।

মোট সোয়াইন ফ্লু মৃত্যুর ২১টিই ঘটেছে রাজস্থানের রাজধানী জয়পুরে। ১০টি কোটায়।

সোয়াইন ফ্লুর কারণ হল H1N1 ভাইরাসের আক্রমণ। অন্যান্য ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের মতোই H1N1-এর সংক্রমণে জ্বর, সর্দি, গলা ফোলা, শ্বাসকষ্ট, গা-হাত-পায়ে ব্যথার মতো লক্ষণ দেখা যায়। সেইসঙ্গে শরীরের ভিতরে-বাইরে রক্তক্ষরণও হয়।

ডাক্তারদের অবাক করেছে প্রতিকূল পরিবেশেও সোয়াইন ফ্লু ভাইরাসের সক্রিয়তা। কী কারণে প্রতিকূল পরিবেশেও H1N1 সক্রিয় থাকছে, তা নিয়ে গবেষণাও চলছে। তবে, যাঁদের ইমিউনিটি ক্ষমতা বেশি, এই ভাইরাসের সঙ্গে যুঝতে তাঁদের সমস্যা হচ্ছে না বলে দাবি করেছেন ডাক্তাররা।

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল