অ্যাপশহর

মেহবুবা মুফতিকে 'পাকিস্তানের মেহবুবা' বলে কটাক্ষ স্বামীর

শনিবার এক অনুষ্ঠানে পাকিস্তানের সঙ্গে ফের শান্তি আলোচনা শুরুর জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে আর্জি জানান জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী।

EiSamay.Com 1 Apr 2018, 6:53 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: পাকিস্তানের সঙ্গে নয়াদিল্লির শান্তি আলোচনা শুরুর পক্ষে সওয়াল করায় বিজেপি নেতা সুব্রহ্মণ্যম স্বামীর তোপের মুখে পড়লেন মেহবুবা মুফতি। জম্ম ও কাশ্মীরের মুখ্যমন্ত্রীকে 'পাকিস্তানের প্রিয় পাত্রী' বলে কটাক্ষ করেছেন স্বামী।
EiSamay.Com swamy calls mehbooba mufti beloved of pak
মেহবুবা মুফতিকে 'পাকিস্তানের মেহবুবা' বলে কটাক্ষ স্বামীর


রবিবার সংবাদসংস্থাকে দেওয়া এক সাক্ষাৎকারে সুব্রহ্মণ্যম স্বামী বলেন, 'পাকিস্তানকে সর্বোচ্চ সুবিধাপ্রাপ্ত রাষ্ট্র বা Most Favoured Nation-এর তকমা দিয়েছে ভারত সরকার। বর্তমান পরিস্থিতিতে তাদের থেকে কেন এই তকমা কেড়ে নেওয়া হচ্ছে না, তা আমার বোধগম্য হয় না। আসলে মেহবুবার মতো ব্যক্তির চাপেই সরকার এমন সিদ্ধান্ত নিতে পারছে না।' এই প্রসঙ্গে তিনি আরও বলেন, 'মেহবুবা পাকিস্তানের ক্ষেত্রে মেহবুবা হতে পারেন, কিন্তু আমাদের জন্য নন।'

শনিবার এক অনুষ্ঠানে পাকিস্তানের সঙ্গে ফের শান্তি আলোচনা শুরুর জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে আর্জি জানান জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি। এ ক্ষেত্রে প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী জমানার প্রসঙ্গ টানেন তিনি।

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল