অ্যাপশহর

টুইট রকস্টার ছিলেন তিনিই, এই পাঁচেই মেলে তার প্রমাণ

মৃত্যুর মাত্র তিন ঘন্টা আগে তাঁর শেষ টুইট ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসায়। মুক্ত কন্ঠে তারিফ করেছিলেন ৩৭০ ধারা নিয়ে কেন্দ্রের পদক্ষেপের। জানিয়েছিলেন, সারা জীবন এই দিনটার জন্যেই অপেক্ষা করেছিলেন।

EiSamay.Com 7 Aug 2019, 8:55 am
এই সময় ডিজিটাল ডেস্ক: শুধুমাত্র সংসদের অলিন্দে অথবা শীততাপ নিয়ন্ত্রিত দফতরের চৌহদ্দি কিংবা বিদেশ সফরেই সীমাবদ্ধ থাকেননি সুষমা স্বরাজ। মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখতে, তাঁদের সুখে-দুঃখে পাশে থাকতেই বেশি ভালোবাসতেন প্রয়াত প্রাক্তন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ।মানুষের কাছে পৌঁছানোর এই লক্ষ্যে তাঁর সবচেয়ে বড় হাতিয়ার ছিল টুইটার।
EiSamay.Com sushma swaraj was always a tweet rockstar, these 5 tweets bear testimony
টুইট রকস্টার ছিলেন তিনিই


টেক স্যাভি সুষমার শেষবার্তাও তাই ছিল টুইটারেই। ৯ বারের সাংসদ সুষমা সাধারণ মানুষের ধরাছোঁয়ার মধ্যেই ছিলেন চিরকাল।শুধুমাত্র একটি টুইট আর মুশকিল আসান করতে হাজির বিদেশমন্ত্রী সুষমা।

বিভিন্ন সময়ে তাঁর টুইট ছুঁয়ে গেছে মানুষের মন। তেমনই অসংখ্য টুইটের মধ্যে থেকে রইল বাছাই পাঁচটি...

মৃত্যুর মাত্র তিন ঘন্টা আগে তাঁর শেষ টুইট ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসায়। মুক্ত কন্ঠে তারিফ করেছিলেন ৩৭০ ধারা নিয়ে কেন্দ্রের পদক্ষেপের। জানিয়েছিলেন, সারা জীবন এই দিনটার জন্যেই অপেক্ষা করেছিলেন। তাঁর সেই টুইট ২ লাখ ২৮ হাজারের বেশি লাইক পেয়েছে, রিটুইট হয়েছে ৫৪ হাজারের বেশি বার।








পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল