অ্যাপশহর

ভুল ইংরেজিতে বিদেশমন্ত্রীকে ট্যুইট! উত্তরে কী বললেন সুষমা

এই মুহূর্তে যতজন কেন্দ্রীয় মন্ত্রী রয়েছেন তাঁদের মধ্য়ে বিদেশ মন্ত্রী সুষমা স্বরাজ সম্ভবত সবচেয়ে বেশি অ্যাক্টিভ ট্যুইটারে। কোনও সমস্যার কথা তাঁকে ট্যুইটারে শুধু জানানোর অপেক্ষা।

EiSamay.Com 12 Mar 2019, 11:06 am
এই সময় ডিজিটাল ডেস্ক: ২০১৪ সালে ক্ষমতায় আসার পর বিদেশ মন্ত্রকের দায়িত্ব তুলে দেওয়া হয়েছিল সাংসদ সুষমা স্বরাজের হাতে। তারপর কেটে গিয়েছে দীর্ঘ পাঁচ বছর। এরই মধ্যে বিভিন্ন সময়ে তিনি বহু মানুষের পাশে দাঁড়িয়েছেন, সাধ্যমতো চেষ্টা করেছেন নানা সমস্যার সমাধান করতে। কিন্তু এই সবের থেকে তিনি নিজে কী শিখলেন?
EiSamay.Com sushma swaraj says she can now follow english of all accents and grammar
ভুল ইংরেজিতে বিদেশমন্ত্রীকে ট্যুইট! উত্তরে কী বললেন সুষমা


অকপট সুষমা জানালেন, এই পাঁচ বছরে তিনি যে কোনও রকম ইংরেজি বুঝতে পারেন। ব্যাকরণে হাজার ভুল থাকুক, তাতেও কোনও সমস্যা আর হয় না। যিনি ট্যুইট করছেন ভুল ইংরেজিতে তাঁর কথাও অনায়াসে বুঝতে পারেন সুষমা স্বরাজ।


সম্প্রতি তাঁকে মালয়েশিয়া থেকে এক ভারতীয় ট্যুইট করেন। সাহায্য যান বিদেশ মন্ত্রীর যাতে তাঁর বন্ধুকে নিরাপদে ভারতে ফেরত পাঠাতে পারেন। সেই ট্যুইট এতটাই ভুলে ভরা ছিল যে অন্য এক ব্যক্তি পরামর্শ দেন হিন্দি অথবা পঞ্জাবিতে নিজের সমস্যার কথা লিখতে। সেখানেই বিদেশ মন্ত্রীর পালটা ট্যুইট—‘কোনও সমস্যা নেই। বিদেশমন্ত্রী হওয়ার পর আমি সব ধরনের ইংরেজি বুঝতে পারি।‘

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল