অ্যাপশহর

ডা. গুপ্তার সঙ্গে ফোন কল রেকর্ড না করার আফসোস! গর্জে উঠলেন সুশান্তের পারিবারিক আইনজীবী

সুশান্ত সিং রাজপুতের জন্যে ন্যায় বিচার চেয়ে যে আন্দোলন তৈরি হয়েছিল, তার জেরেই মামলা হস্তান্তর করা হয়েছিল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই-কে। একই সঙ্গে তদন্তে নেমেছিল নার্কোটিকস কনট্রোল ব্যুরো এবং এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট।

EiSamay.Com 10 Oct 2020, 11:04 am
এই সময় ডিজিটাল ডেস্ক: সুশান্ত সিং রাজপুতের (Sushant Singh Rajput) বাবার তরফে আইনজীবী বিকাশ সিং সম্প্রতি একটি সাক্ষাত্‍কারে দাবি করলেন, তিনি আফসোস করছেন AIIMS-র ফরেন্সিক বিশেষজ্ঞ ডা. সুধীর গুপ্তার সঙ্গে হওয়া তাঁর কথোপকথনের কোনও রেকর্ডিং তিনি করেননি বলে। এখানেই শেষ নয়। প্রয়াত অভিনেতার ভিসেরার ময়নাতদন্ত করে AIIMS-র তরফে যে রিপোর্ট পেশ করা হয়েছে, তার বিরোধিতা করেছেন বিকাশ সিং। নতুন করে তদন্তের দাবি তুলেছেন তিনি।
EiSamay.Com sushant singh rajput’s family lawyer vikas singh says dr sudhir gupta’s lies will be exposed
সুশান্তের আইনজীবীর দাবি


১৪ জুন দুপুরে জানা যায় বান্দ্রায় নিজের ফ্ল্যাটেই গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন অভিনেতা সুশান্ত সিং রাজপুত। সেদিনই তাঁর দেহ ময়নাতদন্তের জন্যে নিয়ে যাওয়া হয় মুম্বইয়ের কুপার হাসপাতালে। সেখানকার পাঁচ চিকিত্সক জানান গলায় দড়ি দেওয়ার ফলেই শ্বাসরোধ হয়ে মৃত্যু হয়েছে সুশান্তের। কিন্তু এই রিপোর্ট মানতে চায়নি তাঁর পরিবার এবং অগুনতি ভক্তরা। দেশজুড়ে রব ওঠে সিবিআই তদন্তের। অবশেষে সুপ্রিম রায়ে অভিনেতার মৃত্যুর তদন্তভার তুলে দেওয়া হয় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই-এর হাতেই। সিবিআই-এর নির্দেশেই দিল্লির AIIMS-এর ফরেন্সিক বিশেষজ্ঞের একটি দল ফের ময়নাতদন্ত করে সুশান্তের ভিসেরার। গত ২৯ সেপ্টেম্বর ৬ সদস্যের দল রিপোর্ট জমা দেয় সিবিআই-এর কাছে, যেখানে তাঁরা দাবি করেন অভিনেতার মৃত্যু আত্মহত্যার কারণেই হয়েছে। তাঁকে খুন করা হয়নি। একই সঙ্গে জানানো হয়, তাঁর দেহে কোনও ক্ষতচিহ্নও ছিল না। শরীরে পাওয়া যায়নি কোনও মাদকও। ফলে বিষ দিয়ে খুন করার তত্ত্বও খারিজ করে দিয়েছিল AIIMS-এর বিশেষজ্ঞ দল।

আরও পড়ুন: ‘আত্মহত্যা নয়, সুশান্তকে খুন করা হয়েছিল’, চাঞ্চল্যকর দাবি বিকাশ সিং-এর!
কিন্তু কিছুদিন আগেই একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাত্‍কারে বিকাশ সিং দাবি করেছিলেন, AIIMS-এর ফরেন্সিক দলের প্রধান ডা. সুধীর গুপ্তা নিজেই তাঁর সঙ্গে ফোনে যোগাযোগ করেছিলেন সুশান্তের বাবা রিয়া চক্রবর্তীর (Rhea Chakraborty) বিরুদ্ধে এফআইআর দায়ের করার পর। ‘আমি ওঁকে তখনই স্পষ্ট জানিয়ে দিয়েছিলাম কোনও রকম সাহায্য আমি চাই না। শুধু সত্যিটা প্রমাণ করতে চাই। সেই কারণেই সুশান্তের দিদি মীতুর তোলা অভিনেতার মৃতদেহের কিছু ছবি আমি ওঁর সঙ্গে শেয়ার করেছিলাম। ছবি দেখেই স্বতঃস্ফূর্তভাবে বলেছিলেন তিনি ২০০ শতাংশ নিশ্চিত সুশান্তকে গলা টিপে খুন করা হয়েছে বলে। আমি এমন মানুষ নই যিনি অন্যের সঙ্গে ফোনে কথা বলা রেকর্ড করে রাখি। কিন্তু এখন বুঝতে পারছি কতটা ভুল করেছিলাম সেদিন। তবে আমি নিশ্চিত, এর পুনরায় তদন্ত হলে সত্যি সামনে আসবেই।’

বিকাশ সিং ইতোমধ্যে সেনট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশনের ডিরেক্টরকে চিঠি লিখেছেন। চিঠিতে তিনি দাবি করেছেন AIIMS-এর প্যানেলের দায়ের করা রিপোর্ট ভুল এবং ডা গুপ্তার আচরণ ‘আনপ্রফেশনাল’।

এই সময় ডিজিটাল এখন টেলিগ্রামেও। সাবস্ক্রাইব করুন, থাকুন সবসময় আপডেটেড। জাস্ট এখানে ক্লিক করুন

পরের খবর