অ্যাপশহর

সমপ্রেম অপরাধ? খতিয়ে দেখবে সুপ্রিম কোর্ট

ভারতীয় সংবিধান স্বীকৃত মৌলিক অধিকারের অন্তর্গত গোপনীয়তার অধিকারের ভিত্তিতেই সোমবার ৩৭৭ ধারার পুনর্বিবেচনার সিদ্ধান্ত নিল সুপ্রিম কোর্ট।

EiSamay.Com 8 Jan 2018, 3:01 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: ২০১৩ সালে দেশের শীর্ষ আদালত রায় দিয়েছিল সমলিঙ্গে প্রেম ও যৌন সম্পর্ক অসাংবিধানিক এবং শাস্তিযোগ্য। বহাল রেখেছিল ব্রিটিশ আমলের আইন। তবে ভারতীয় সংবিধান স্বীকৃত মৌলিক অধিকারের অন্তর্গত গোপনীয়তার অধিকারের ভিত্তিতেই সোমবার ৩৭৭ ধারার পুনর্বিবেচনার সিদ্ধান্ত নিল সুপ্রিম কোর্ট।
EiSamay.Com supreme court to review section 377 which criminalises gay sex
সমপ্রেম অপরাধ? খতিয়ে দেখবে সুপ্রিম কোর্ট



এই সিদ্ধান্ত ঘোষণার পাশাপাশি কেন্দ্রকে নোটিশ জারি করেছে দেশের শীর্ষ আদালত। এলজিবিটি সম্প্রদায়ের পাঁচ সদস্য যে রিট পিটিশন দায়ের করেছিল তারই ভিত্তিতে এই নোটিশ জারি করা হয়েছে। এই পাঁচ সদস্য তাঁদের পিটিশনে জানিয়েছিলেন, প্রাকৃতিক যৌন অভিযোজন এবং পছন্দের জন্যে তাঁদের সর্বক্ষণ পুলিশের ভয়ে জীবন কাটাতে হয়। এ বিষয়ে বিস্তারিত তথ্য জানতেই কেন্দ্রকে নোটিশ জারি করা হয়েছে।

আরও পড়ুন: ৩৭৭ ধারা নিয়ে ধোঁয়াশায় কৃত্রিম প্রজনন কেন্দ্রগুলিও
সমকামকে অপরাধ ঘোষণা করা রায় পুনর্বিবেচনা করবে সুপ্রিম কোর্ট



প্রধান বিচারপতি দীপক মিশ্র এবং বিচারপতি এ এম খানউইলকর ও ডি ওয়াই চন্দ্রচূড়ের একটি ডিভিশন বেঞ্চ এদিন জানায় ৩৭৭ ধারাকে বহাল রাখার যে রায় ঘোষণা করেছিল সুপ্রিম কোর্ট, তা ব্যক্তিবিশেষের সেক্সুয়াল প্রেফারেন্সকে আঘাত করে। তবে এদিন সুপ্রিম কোর্ট স্পষ্ট ও নির্দিষ্ট করে জানিয়ে দিয়েছে সমলিঙ্গে প্রেম ও যৌন সম্পর্ক নিয়ে ভাবনাচিন্তা করলেও শিশু ও পশুদের সঙ্গে অস্বাভাবিক যৌন সম্পর্ক স্থাপনকে শাস্তিযোগ্য অপরাধ বলেই বিবেচনা করা হবে।


খবরটি ইংরেজিতে পড়তে CLICK করুন

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল