অ্যাপশহর

আধার-সংযোগের সময়সীমা বাড়াল সুপ্রিম কোর্ট

ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও মোবাইলের সঙ্গে আধার সংযোগের সময়সীমা ২০১৮ সালের ৩১ মার্চ পর্যন্ত বাড়িয়ে দিল সুপ্রিম কোর্ট।

EiSamay.Com 15 Dec 2017, 11:17 am
এই সময় ডিজিটাল ডেস্ক: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও মোবাইলের সঙ্গে আধার সংযোগের সময়সীমা ২০১৮ সালের ৩১ মার্চ পর্যন্ত বাড়িয়ে দিল সুপ্রিম কোর্ট। এছাড়াও বিভিন্ন সরকারি পরিষেবার সঙ্গে আধার সংযোগের সময়সীমাও ৩১ মার্চ পর্যন্ত বাড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
EiSamay.Com cs mobile services to march 31
আধার-সংযোগের সময়সীমা বাড়াল সুপ্রিম কোর্ট


বৃহস্পতিবারই শীর্ষ আদালতকে সময়সীমা বাড়ানো প্রস্তাব দিয়েছিল কেন্দ্রীয় সরকার। আধারের সাংবিধানিক বৈধতা নিয়ে প্রশ্ন তুলে যে পিটিশনগুলি জমা পড়েছে তার শুনানি চলছে সুপ্রিম কোর্টে। প্রধান বিচারপতি দীপক মিশ্রর নেতৃত্বে পাঁচ সদস্যের সাংবিধানিক বেঞ্চ বৃহস্পতিবার জানায়, আধারকে চ্যালেঞ্জ জানিয়ে যে পিটিশনগুলি জমা পড়েছে, তার শুনানি শুরু হবে সামনের বছর ১৭ জানুয়ারি থেকে।

অ্যাটর্নি জেনারেল কেকে বেণুগোপাল শীর্ষ আদালতকে জানিয়েছিলেন, আধারের সঙ্গে বিভিন্ন সরকারি প্রকল্পের সংযুক্তির সময়সীমা ৩১ মার্চ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব দিচ্ছে কেন্দ্র। তবে নতুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে আধার সংযোগকে বাধ্যতামূলক করা উচিত বলে মন্তব্য করেন অ্যাটর্নি জেনারেল।

খবরটি ইংরেজিতে পড়ুন

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল