অ্যাপশহর

BS-III গাড়ি বিক্রি আর নয়, দূষণ রোধে কড়া 'সুপ্রিম' নির্দেশ

শীর্ষ আদালতের পর্যবেক্ষণ, গাড়ি বিক্রেতাদের লাভ ও ব্যবসার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ নাগরিক স্বাস্থ্য।

EiSamay.Com 29 Mar 2017, 4:08 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: দূষণ নিয়ন্ত্রণে এ বার কড়া পদক্ষেপ করল সুপ্রিম কোর্ট। পয়লা এপ্রিল থেকে আর বিক্রি করা যাবে না BS-III গাড়ি। শুধু BS-IV গাড়িই বিক্রি করা যাবে। বুধবার জানিয়ে দিল দেশের শীর্ষ আদালত। সুপ্রিম কোর্টের নির্দেশে ভারতে জোর ধাক্কা খেতে পারে গাড়ি শিল্প।
EiSamay.Com supreme court bans sale of bs iii vehicles from april 1
BS-III গাড়ি বিক্রি আর নয়, দূষণ রোধে কড়া 'সুপ্রিম' নির্দেশ


সুপ্রিম কোর্টের বিচারপতি মদন বি লকুর ও বিচারপতি দীপক গুপ্তের বেঞ্চের পর্যবেক্ষণ, গাড়ি বিক্রেতাদের লাভ ও ব্যবসার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ নাগরিক স্বাস্থ্য। গাড়ির ধোঁয়ায় কার্বনের পরিমাণ বেশি হওয়ার জেরে প্রচুর মানুষ কষ্ট পাচ্ছেন। BS-III গাড়ির রেজিস্ট্রেশন বন্ধ করার জন্যও সরকারকে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। আদালত জানায়, এপ্রিল থেকে যে পুরোপুরি BS-IV লাগু হবে, তা জানতো গাড়ি সংস্থাগুলি। কিন্তু কোনও হেলদোল ছিল না।

পড়ুন, ​ দূষণ মোকাবিলায় পরিবেশ কর বসানোর সওয়াল

যদিও গাড়ি সংস্থাগুলির পাশে দাঁড়িয়েছে কেন্দ্র। সুপ্রিম কোর্টের কাছে কেন্দ্র আবেদনে জানিয়েছে, অন্তত স্টকে থাকা BS-III গাড়িগুলি বিক্রি করার ছাড়পত্র দেওয়া হোক। কেন্দ্রের আবেদন খারিজ করে সুপ্রিম কোর্ট জানায়, ২০০৫ ও ২০১০ সালে সতর্ক করা হয়েছিল। কিন্তু কোনও সদর্থক পদক্ষেপ করেনি গাড়ি সংস্থাগুলি।

আরও পড়ুন, প্রতি বছর ১৭ লক্ষ শিশু দূষণে মরছে, জানেন?

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল