অ্যাপশহর

সুপ্রিম নির্দেশে দিওয়ালিতে বাজি নিষিদ্ধ রাজধানীতে

দিওয়ালিতে এবার আর দিল্লির আকাশে দেখা যাবে না আতস বাজির ঝলকানি। রাজধানী দিল্লি ও তার আশেপাশের অঞ্চলে বাজি বিক্রি নিষিদ্ধ করল সুপ্রিম কোর্ট।

EiSamay.Com 9 Oct 2017, 12:53 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: দিওয়ালিতে এবার আর দিল্লির আকাশে দেখা যাবে না আতস বাজির ঝলকানি। রাজধানী দিল্লি ও তার আশেপাশের অঞ্চলে বাজি বিক্রি নিষিদ্ধ করল সুপ্রিম কোর্ট। প্রতি বছর যে ভাবে দিওয়ালির পর ভয়াবহ দূষণে ভরে যায় দিল্লি, তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে এই নির্দেশ দিল সর্বোচ্চ আদালত।
EiSamay.Com supreme court bans fireworks on diwali in delhi ncr region
সুপ্রিম নির্দেশে দিওয়ালিতে বাজি নিষিদ্ধ রাজধানীতে


গত বছরও জাতীয় রাজধানী অঞ্চলে এই ধরনের নিষেধাজ্ঞা জারি করেছিল সুপ্রিম কোর্ট। তবে তার ফলে দিল্লি ও তার আশেপাশের এলাকায় দূষণের মাত্রায় কতটা হেরফের হল তা পরিমাপ করা হয়নি। তাই এ বছর শব্দ ও ধোঁয়া বিহীন দিওয়ালির প্রভাব পরিবেশে কতটা পড়ছে তা কোনও সংস্থাকে দিয়ে পরিমাপ করানোর নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত।

পাশাপাশি যে সব বিক্রেতাকে দিল্লি পুলিশ বাজি বিক্রির লাইসেন্স দিয়েছিল, তাদের সবার লাইসেন্স বাতিল করেছে সুপ্রিম কোর্ট। চলতি বছর ১ নভেম্বরের পর থেকে ফের দিল্লিতে বাজি বিক্রির অনুমতি দিয়েছে শীর্ষ আদালত।


খবরটি ইংরাজিতে পড়ুন।

# It will be a cacophony- and smoke-free Diwali this year in Delhi and in the National Capital Region (NCR) thanks to the Supreme Court (SC) which on Monday banned the sale of fireworks ahead of the annual festival on October 19.

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল