অ্যাপশহর

এখনই আকাশে চোখ রাখুন, নইলেই মিস বছরের একমাত্র 'সুপারমুন'

রবিবারের চাঁদ ২০১৭ সালের প্রথম ও একমাত্র 'সুপারমুন'।

EiSamay.Com 3 Dec 2017, 5:12 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: সানডে ট্রিটের জন্য তৈরি তো? ৩ ডিসেম্বর, রবিবার ঝলমলিয়ে আকাশে জ্বলজ্বল করবে 'সুপারমুন'। পৃথিবীর খুব কাছে চলে আসায় এই রাতে আকারে অনেক বড় দেখাবে চাঁদকে। ঔজ্জ্বল্যও থাকবে অনেক বেশি।
EiSamay.Com supermoon to brighten up skies on sunday
এখনই আকাশে চোখ রাখুন, নইলেই মিস বছরের একমাত্র 'সুপারমুন'


বিবিসি-র তরফে জানানো হয়েছে, সাধারণ অবস্থার থেকে প্রায় ৭% বড় দেখাবে পৃথিবীর একমাত্র উপগ্রহকে। শুধু বড়ই নয়, ১৫% বেশি উজ্জ্বলও দেখাবে চাঁদকে। তবে খালি চোখে এই পরিবর্তন কতটা বোঝা যাবে, সে বিষয়ে সন্দেহ রয়েছে।

ডিসেম্বরের পূর্ণিমার চাঁদ 'কোল্ড মুন' নামে পরিচিত। রবিবারের চাঁদ ২০১৭ সালের প্রথম ও একমাত্র 'সুপারমুন'। যে পূর্ণিমায় চাঁদ পৃথিবীর অক্ষের সবচেয়ে কাছের পয়েন্টে অথবা তার খুব কাছাকাছি থাকে, তখনই 'সুপারমুন' হয় বলে দাবি নাসার।

নাসার তরফে জানানো হয়েছে, তিন সুপারমুনের সিরিজের প্রথমটি দেখা যাবে রবিবার। আর এর পরের দুটির দেখা মিলবে ২০১৮ সালের ১ ও ৩১ জানুয়ারি। ১৯৪৮ সালের পর চাঁদ পৃথিবীর সবচেয়ে কাছে এসেছিল ২০১৬ সালে। এ বার অতটা কাছাকাছি হচ্ছে না পৃথিবী ও চাঁদ। তার জন্য আবার অপেক্ষা করতে হবে ২০৩৪ সালের ২৫ নভেম্বর।

খবরটি ইংরেজিতে পড়ুন

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল