অ্যাপশহর

Sukesh Chandrashekhar: ‘জেলেই খুনের হুমকি’, আপের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ সুকেশের

Sukesh Chandrashekhar: অরবিন্দ কেজরিওয়াল-সহ আপ নেতাদের অভিযোগ প্রত্যাহার না করলে জেলেই তাঁকে খুন করা হবে। আপ নেতৃত্ব লাগাতার এই হুমকি দিচ্ছেন বলে বিস্ফোরক দাবি করলেন জেলবন্দি সুকেশ চন্দ্রশেখর। এই মর্মে দিল্লির উপরাজ্যপালকে চিঠি দিয়েছেন তিনি।

Produced byঅভিষেক রায়চৌধুরী | Lipi 10 Nov 2022, 6:24 pm

হাইলাইটস

  • জেলেই খুনের হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ
  • দিল্লির উপ রাজ্যপালকে চিঠি দিলেন জেলবন্দি সুকেশ
  • আপ নেতৃত্বের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেছেন তিনি
EiSamay.Com Sukesh
দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়ালের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ জেলবন্দি সুকেশ চন্দ্রশেখর।
সুকেশ চন্দ্রশেখর বিতর্ক তাড়া করেই চলেছে আম আদমি পার্টি বা আপকে। এবার কেজরিওয়ালের দলের বিরুদ্ধে হুমকির অভিযোগ তুলে দিল্লির উপ-রাজ্যপালকে চিঠি দিলেন তিনি। অভিযোগ প্রত্যাহারের জন্য তাঁকে হুমকি দেওয়া হচ্ছে বলে চিঠিতে উল্লেখ করেছেন দুর্নীতিতে অভিযুক্ত চন্দ্রশেখর। দিল্লির উপ-রাজ্যপাল বিনয় কুমার সাক্সেনাকে লেখা চিঠিতে সুকেশ লিখেছেন, আম আদমি পার্টির নেতারা অভিযোগ প্রত্যাহারের জন্য তাঁর উপর ক্রমাগত চাপ সৃষ্টি করছেন। সত্যেন্দ্র জৈন, অরবিন্দ কেজরিওয়াল এবং কৈলাশ গেহলটের বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহার না করা হলে, দেওয়া হচ্ছে প্রাণনাশের হুমকিও। দিল্লির জেল থেকে তাঁকে অন্যত্র সরিয়ে দেওয়ার জন্য উপ-রাজ্যপালের কাছে লেখা চিঠিতে আবেদন করেছেন সুকেশ চন্দ্রশেখর। এর পাশাপাশি জেলে তাঁর উপর শারীরিক অত্যাচার করা হচ্ছে বলেও চিঠিকে উল্লেখ করেছেন সুকেশ। শুধু তিনি নন, তাঁর স্ত্রীও লাঞ্ছনার শিকার বলে দাবি করেছেন চন্দ্রশেখর। কয়েকদিন আগেই আপ সুপ্রিমোকে ‘মহা ঠগ’ বলে একটি চিঠিতে উল্লেখ করেছিলেন সুকেশ চন্দ্রশেখর। সেই সঙ্গে কেজরির বিরুদ্ধে অর্থের বিনিময়ে রাজ্যসভার আসন পাইয়ে দেওয়ার অভিযোগ করেন। দুর্নীতির দায়ের অভিযুক্ত সুকেশ এর আগে অন্য একটি চিঠিতে জেলবন্দি আপ নেতা সত্যেন্দ্র জৈনের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ এনেছিলেন। ১ নভেম্বরের চিঠিতে জৈন তাঁর কাছ থেকে ১০ কোটি টাকা নিয়েছিলেন বলে দিল্লির উপ-রাজ্যপাল ভিকে সাক্সেনাকে একটি চিঠিতে জানান।
Arvind Kejriwal : আর্থিক লেনদেন নিয়ে কেজরিকে চ্যালেঞ্জ সুকেশের, অভিযোগ ভুল প্রমাণিত হলে ফাঁসিতে ঝুলতে প্রস্তুত!
অর্থ লেনদেন নিয়ে দিল্লির মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে চ্যালেঞ্জও ছুঁড়ে দেন একাধিক মামলায় জেলবন্দি সুকেশ চন্দ্রশেখর। সত্যেন্দ্র জৈন ও কেজরিওয়ালের বিরুদ্ধে আর্থিক লেনদেনের অভিযোগের তদন্ত দাবি করেন তিনি। অরবিন্দ কেজরিওয়ালকে মুখ্যমন্ত্রীর আসন থেকে সরে দাঁড়ানোর জন্য চ্যালেঞ্জও ছুড়ে দিয়েছিলেন তিনি।

Sukesh Chandrasekhar: 'প্রাণে মারার ষড়যন্ত্র চলছে', তৃতীয় পত্রবোমায় আপ নেতার বিরুদ্ধে বিস্ফোরক সুকেশ চন্দ্রশেখর
বেঙ্গালুরুর বাসিন্দা সুকেশ চন্দ্রশেখরের বিরুদ্ধে একাধিক তোলাবাজির অভিযোগ রয়েছে। জালিয়াতি মামলায় নাম জড়ানোর পর, বেঙ্গালুরু থেকে চেন্নাই চলে আসেন তিনি। সেখানেও একই রকম জালিয়াতির অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। প্রাক্তন ফোর্টিস হেলথ কেয়ারের প্রমোটার শিবিন্দর মোহন সিংয়ের স্ত্রী অদিতি সিং সহ বেশ কয়েকজন হাই-প্রোফাইল ব্যক্তিকে প্রতারণার অভিযোগে সুকেশকে গ্রেফতার করেছিল ইডি।

Sukesh Chandrasekhar : 'কেজরিওয়াল মহা ঠগ! ৫০০ কোটি চেয়েছিলেন', ফের পত্রবোমা সুকেশ চন্দ্রশেখরের
প্রসঙ্গত, দুর্নীতিতে জেলবন্দি সুকেশ চন্দ্রশেখরের আর্থিক লেনদেনের অভিযোগ আগেই নস্যাৎ করে দিয়েছিল আপ। নির্বাচনের মুখে এটা একটা ষড়যন্ত্র বলে দাবি করেছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। সিবিআই, ED-র জিজ্ঞাসাবাদের সময় এই ধরনের অভিযোগ কেন তোলা হয়নি, তা নিয়েও প্রশ্ন তুলেছিলেন আপ সুপ্রিমো। আপের এই প্রশ্নেরও উত্তর দিয়েছেন সুকেশ। তখন চুপ করে থাকলেও, জেল প্রশাসনের পক্ষ থেকে যেভাবে তাঁকে একের পর এক হুমকি দিচ্ছে, তাতে বাধ্য হয়েই মুখ খোলার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন চন্দ্রশেখর।
লেখকের সম্পর্কে জানুন
অভিষেক রায়চৌধুরী
২০০৮ সালে সংবাদমাধ্যমে অভিষেক হয় অভিষেকের। খবরের খোঁজে কখনও আমেঠির নির্বাচন, কখনও আবার লখনউয়ে নরেন্দ্র মোদীর পদযাত্রায় সঙ্গী হয়েছেন। শহর কলকাতার খবর সংগ্রহের তালিকায় রয়েছে আমরি হাসপাতাল অগ্নিকাণ্ড, নন্দরাম বা বাগড়ি মার্কেটের আগুন থেকে মাঝেরহাট ব্রিজ ভেঙে পড়া, বড়বাজারে মেট্রো প্রকল্পে ধস। প্রিন্ট থেকে টিভি চ্যানেল এবং ডিজিটাল মাধ্যম, সবেতেই স্বচ্ছন্দ অভিষেক। অবসরে মজে থাকেন সাহিত্যপাঠ, সিনেমা, গান, শ্রুতি নাটক, রেডিওয় গল্পপাঠের আসর আর পডকাস্ট নিয়ে।... আরও পড়ুন

পরের খবর