অ্যাপশহর

স্কুলের রোল কলে 'জয় হিন্দ', নির্দেশ শিক্ষামন্ত্রীর

স্কুল শিক্ষামন্ত্রীর নির্দেশে সেই চিরাচরিত রেওয়াজ ভেঙে সরকারি স্কুলের ছাত্রছাত্রীদের বলতেই হবে 'জয় হিন্দ'।

EiSamay.Com 13 Sep 2017, 8:28 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: ক্লাসে রোল কলের সময় 'ইয়েস স্যার', 'ইয়েস ম্যাম' বা 'প্রেজেন্ট প্লিজ' বলতেই অভ্যস্ত পড়ুয়ারা। স্কুল শিক্ষামন্ত্রীর নির্দেশে সেই চিরাচরিত রেওয়াজ ভেঙে সরকারি স্কুলের ছাত্রছাত্রীদের বলতেই হবে 'জয় হিন্দ'। কেন? মন্ত্রীর যুক্তি, এতে করে পড়ুয়াদের মধ্যে ছোট থেকে দেশাত্মবোধ গড়ে উঠবে।
EiSamay.Com students to answer roll call with jai hind in mp district
স্কুলের রোল কলে 'জয় হিন্দ', নির্দেশ শিক্ষামন্ত্রীর


সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, এই মর্মে স্কুলগুলির প্রিন্সিপালের কাছে নির্দেশ পাঠিয়েছেন মধ্যপ্রদেশের স্কুল শিক্ষামন্ত্রী বিজয় শাহ। আগামী অক্টোবর থেকেই এই নির্দেশ মেনে চলতে হবে।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, শুরুতে মধ্যপ্রদেশের সাতনা জেলার সরকারি স্কুলগুলির জন্য এই নির্দেশ বলবত্‍‌ থাকবে। পরে, রাজ্যের ১.২২ লক্ষ সরকারি স্কুলকে এই নির্দেশ মানতে হবে। এই মর্মে একটি প্রস্তাব ইতিমধ্যেই পাঠানো হয়েছে মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের কাছে। তিনি সবুজ সংকেত দিলেই সব সরকারি স্কুলে 'জয় হিন্দ' বাধ্যতামূলক হবে।

বিজয় শাহ আরও জানিয়েছেন, মধ্যপ্রদেশের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক সরকারি স্কুলগুলিতে বিগত একমাস ধরে রোজ জাতীয় পতাকা তুলতে হচ্ছে। এবার রাজ্যের প্রাইমারি স্কুলগুলিকেও দিনের প্রথম ক্লাস শুরুর আগে জাতীয় পতাকা তুলতে হবে।

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল