অ্যাপশহর

বিদেশিনিকে যৌন হেনস্থা, গ্রেফতার বিশ্ববিদ্যালয় ছাত্র

এই ঘটনায় শনিবারই একটি তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্য়ালয় কর্তৃপক্ষ।

EiSamay.Com 23 Sep 2018, 12:18 am
এই সময় ডিজিটাল ডেস্ক: বায়োটেকনোলজির রিসার্চার নাইজেরীয় এক যুবতীকে যৌন হেনস্থার অভিযোগে ইন্দোরের দেবী আহিল্যা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রকে শনিবার পুলিশ গ্রেফতার করেছে।
EiSamay.Com sexually harassing


স্থানীয় ভাওয়ারকুয়ান থানার পুলিশ অফিসার সঞ্জয় শুক্লা জানান, অভিযুক্ত পড়ুয়ার নাম উধম সিং দোহরে। নিগৃহীতা ওই বিদেশিনির অভিযোগের ভিত্তিতে পুলিশ বছর বাইশের ওই যুবককে গ্রেফতার করে।

জানা গিয়েছে, অভিযুক্ত ছাত্র দেবী আহিল্যা বিশ্ববিদ্যালয়ে ফিজিক্যাল এডুকেশন নিয়ে স্নাতকোত্তরে পড়ছে।

পুলিশে দায়ের হওয়া অভিযোগ অনুযায়ী, গত বৃহস্পতিবার সন্ধ্যায় খান্দওয়া রোডের তক্ষশীলা ক্যাম্পাসে নাইজেরীয় গবেষক-ছাত্রীকে চা অফার করে ওই যুবক। ওই বিদেশিনির ফোন নাম্বারও চেয়ে নেয় সে। চা পানের পর সে ওই বিদেশিনিকে ফলো করতে থাকে। নির্জনতার সুযোগ নিয়ে রাস্তায় হাঁটার সময় মেয়েটির নারীঅঙ্গ স্পর্শ করে সে। ভয়ে পেয়ে ওই ছাত্রী এক ছুট্টে কাছেই এক প্রফেসরের বাড়িতে ঢুকে পড়েন। ছেলেটিও তত্‍‌ক্ষণাত্‍‌ পালিয়ে যায়।

পুলিশ জানিয়েছে, অভিযুক্তের বিরুদ্ধে যৌন হেনস্থা, রাস্তায় ফলো-করা সহ ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা করা হয়েছে। এদিকে, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, এই ঘটনায় শনিবারই একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির রিপোর্টের ভিত্তিতে অভিযুক্ত ছাত্রের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ করা হবে।

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল