অ্যাপশহর

মৃদু কম্পন দিল্লিতে, কেন্দ্রস্থল হরিয়ানা

প্রবল ঝাঁকুনিতে ঘুম ভাঙল রাজধানীর। শুক্রবার ভোর ৪.২৫ নাগাদ, ভূকম্পন অনুভূত হয় দিল্লি-সহ আশেপাশে এলাকাতে।

EiSamay.Com 2 Jun 2017, 9:51 am
এই সময় ডিজিটাল ডেস্ক: প্রবল ঝাঁকুনিতে ঘুম ভাঙল রাজধানীর। শুক্রবার ভোর ৪.২৫ নাগাদ, ভূকম্পন অনুভূত হয় দিল্লি-সহ আশেপাশে এলাকাতে।
EiSamay.Com strong tremors felt in delhi ncr epicentre in haryana
মৃদু কম্পন দিল্লিতে, কেন্দ্রস্থল হরিয়ানা


স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মোট এক মিনিট ধরে কম্পন চলে। আমেরিকার জিওলজিক্যাল সার্ভের রিপোর্ট অনুযায়ী, রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল ৪.৯। দিল্লির পাশাপাশি হরিয়ানা, গোহানাতেই ভূকম্পের কেন্দ্রস্থল ছিল বলে জানা গিয়েছে।

ভূকম্পের কেন্দ্রস্থলের প্রায় ৩০ কিমি গভীরে কম্পন তৈরি হয়। তবে এই ঘটনায় কোনও ক্ষয়ক্ষতির ও প্রাণহানির খবর মেলেনি।

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল