অ্যাপশহর

বাঘের ডেরায় গাড়ির টায়ার পাল্টাতে ব্যস্ত ব্রিটিশ কূটনীতিক!

একটু এদিন ওদিক হলেই বাঘের মুখে পড়তেন এই ব্রিটিশ কূটনীতিক। তবে ভাগ্যের জেরে এই যাত্রায় বেঁচে গিয়েছেন । বান্দিপুর অভয়ারণ্যের মধ্যে গাড়ির টায়ার পাংচার হয়ে গেলে,

EiSamay.Com 8 Jun 2020, 5:37 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: লকডাউন চলাকালীন একটি মিশনের জন্য কাজে বের হয়েছিলেন বেঙ্গালুরুর ব্রিটিশ কূটনীতিক। অফিসের কাজে যেতে গিয়েই গাড়ির চাকা পাংচার হয়ে যায়। অগত্যা এসকর্ট থেকে বেরিয়ে এসে নিজেই গাড়ির চাকা পাল্টাতে ব্যস্ত হয়ে পড়েন তিনি।তবে কোথায় পুলিশ এসকর্ট ও অন্যান্য কর্মীদের নিয়ে দাঁড়িয়ে রয়েছেন, সে ব্যাপারে ওয়াকিবহাল ছিলেন না কর্নাটক ও কেরালার ব্রিটিশ ডেপুটি হাই কমিশনার জেরেমি পিলমোর-বেডফোর্ড।
EiSamay.Com British diplomat fixes tyre
গাডির টায়ার পাল্টাতে ব্যস্ত ব্রিটিশ কূটনীতিক!


ঘটনাটি হল, বেঙ্গালুরু থেকে কোচি যাচ্ছিলেন তিনি ও তাঁর দল । লকডাউনের মধ্যেই জরুরি অবস্থায় ফ্লাইটে ভারতে আসেন জেরেমি। ভারতে আটকে পড়া পর্যটকদের নিয়ে দেশে ফেরার মিশনে যুক্ত ছিলেন তিনি। বিমানবন্দর থেকে কোচি যাওয়ার জন্য ১২ ঘন্টা গাড়ি করেই রাস্তা পার করার সিদ্ধান্ত নেন তিনি। সেইসময়ই জঙ্গলের পথে তাঁদের দুটি গাড়ির মধ্যে একটি র চাকা পাংচার হয়ে যায়। বান্দিপুর বাঘ সংরক্ষিত এলাকায় থামিয়ে দিতে হয় পুলিশ এসকর্টের গাড়ি ও অন্যান্য সঙ্গীদের গাড়ি। তাঁ সঙ্গে ছিলেন ভারতের সায়েন্স অ্যান্ড ইনোভেশনের ডেপুটি প্রধান জেমস গডবার, প্রোটোকল অফিসার এম মুরুগান , দুজন কর্মী।

বনদফতরে কথা, যেখানে ওই গাড়িদুটি দাঁড়িয়েছিল, সেখানেই কিছুদিন আগে একটি মহিলা হাতি একদলকে এলকাউন্টার করেছিল। ওই অভয়ারণযে শুধু বাঘই নয়, হাতির আনাগোনাও রয়েছে অনেক। এ বিষয়ে পিলমোর-বেডফোর্ড জানিয়েছেন, 'আমাদের যাত্রার মধ্যে যে এমন একটি ঘটনা ঘটে যাবে তা ভাবতেই পারিনি। তবে আমরা শেষ পর্যন্ত বাঘের খাবার হতে চাইনি। গাড়ির টায়ার পাল্টানো আমার মতে কোনওভাবেই কূটনীতি সক্রিয়তার মধ্যে পড়ে না। কিন্তু আমাদের সাহায্যের জন্য সেখানে কেউ ছিল না। এমনটা যে ঘটবে, তার জন্য আমরা কেউই প্রস্তুত ছিলাম না।'
খবরটি ইংরেজিতে পড়ুন এখানে....

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল