অ্যাপশহর

গত বছর চুরি যাওয়া গাড়ি মিলল OLX-এ, ধৃত চোর

হঠাত্‍‌ একটি সেকেন্ড হ্যান্ড গাড়ি বিক্রির বিজ্ঞাপন দেখে সন্দেহ হয় তাঁর। কালো রঙের হন্ডা সিটি।

EiSamay.Com 29 May 2016, 6:56 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: গাড়িটি চুরি গিয়েছিল গত বছর অগস্টে। অনলাইনে সেকেন্ড হ্যান্ড গাড়ি বিক্রির বিজ্ঞাপন দিয়ে একেবারে হাতেনাতে ধরা পড়ল চোর। গাড়ির মালিকও হাতে পেয়ে গেলেন তাঁর চুরি যাওয়া বহুমূল্য গাড়িটিকে। ঘটনাটি ঘটেছে নয়ডায়।
EiSamay.Com stolen in august car found nine months later on olx
গত বছর চুরি যাওয়া গাড়ি মিলল OLX-এ, ধৃত চোর


নয়ডার বাসিন্দা কুলবন্ত সিং দিন কয়েক আগে OLX-এ সার্ফিং করছিলেন। হঠাত্‍‌ একটি সেকেন্ড হ্যান্ড গাড়ি বিক্রির বিজ্ঞাপন দেখে সন্দেহ হয় তাঁর। কালো রঙের হন্ডা সিটি। সন্দেহ আরও জোরদার হয়, যখন দেখেন গাড়ির নম্বরও হুবহু মিলছে। কুলবন্তের বুঝতে অসুবিধা হয় না, গত বছর অগাস্টে তাঁর গাড়ি চুরি হয়ে গিয়েছিল। এই গাড়িটি তাঁরই। চোরকে পাকড়াও করতে বিজ্ঞাপনে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করেন কুলবন্ত। জানতে পারেন, ব্যক্তির নাম আহমেদ। একই সঙ্গে খবর দেন পুলিশকেও।

নয়ডার একটি জায়গায় আহমেদকে আসতে বলেন গাড়িটি নিয়ে। সেখানে লুকিয়ে ছিল পুলিশ। পুলিশের জেরার মুখে ভেঙে পড়ে আহমেদ। স্বীকার করে, সে-ই ওই গাড়িটি চুরি করেছিল। আহমেদকে গ্রেপ্তার করে পুলিশ। নয়ডার এসপি (শহর) দীনেশ যাদব জানিয়েছেন, কুলবন্ত সিংয়ের হন্ডা সিটি গাড়িটি গত বছর অগস্টে সেক্টর ২১-এ তাঁর বাড়ির সামনে থেকে চুরি যায়। আহমেদ কয়েক মাস গাড়িটি চালিয়ে সিদ্ধান্ত নেন, বিক্রি করে দেবে। এই ঘটনায় জুলফিকার নামে আরও একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল