অ্যাপশহর

ঘুষ নিয়ে গ্রেফতার STF-এর মহিলা এসআই

গ্যারাজ মালিককে আটক করে, তাঁর কাছ থেকে ৪ লক্ষ টাকা ঘুষ আদায়ের অভিযোগে গ্রেফতার হলেন স্পেশ্যাল টাস্ক ফোর্সের মহিলা সাব ইনস্পেক্টর দীপালি বরুয়া।

EiSamay.Com 19 May 2017, 10:38 pm
সংবাদদাতা, গুয়াহাটি: এক গ্যারাজ মালিককে আটক করে, তাঁর কাছ থেকে ৪ লক্ষ টাকা ঘুষ আদায়ের অভিযোগে গ্রেফতার হলেন স্পেশ্যাল টাস্ক ফোর্সের মহিলা সাব ইনস্পেক্টর দীপালি বরুয়া।
EiSamay.Com stf si arrested on bribery abduction charges
ঘুষ নিয়ে গ্রেফতার STF-এর মহিলা এসআই


ঘটনার সূত্রপাত ১১ মে। গুয়াহাটির গড়চুক এলাকার বাসিন্দা বীরেন হালোই অভিযোগ করেন, ওই দিন এসআই দীপালি বরুয়া দলবল নিয়ে তাঁর গ্যারাজে আসেন। সেখানে দু-ড্রাম তেল রাখা ছিল। পুলিশের দাবি ছিল, ওই তেল অবৈধ। যে কারণে তাঁকে আটক করা হয়।



হালোইয়ের অভিযোগ, ওই মহিলার এসআই তাঁর কাছ থেকে ১০ লক্ষ টাকা দাবি করেন। তিনি অনুনয়ের সঙ্গে জানান, এত টাকা তাঁর কাছে নেই। শেষ পর্যন্ত বিভিন্ন জিনিস বন্ধক রেখে, ধার করে চার লক্ষ টাকা দীপালি বরুয়ার হাতে দিয়ে মুক্তি পান। তার পরেই থানায় গিয়ে দীপালি বরুয়ার নামে অভিযোগ দায়ের করেন।

পুলিশ জানায়, ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক ছিল। বৃহস্পতিবার রাতে গোপন খবরের ভিত্তিতে ধুবুরি থেকে দীপালিকে গ্রেফতার করা হয়। সকালে তাঁকে গুয়াহাটিতে আনা হয়। তাঁর বিরুদ্ধে তোলাবাজি, ঘুষ নেওয়া, জোর করে আটকে রাখা-সহ একাধিক ধারায় মামলা রুজু করেছে পুলিশ।

আদালত এদিন তাঁকে সাত দিনের পুলিশ হেফাজতে পাঠায়। এসটিএফের এই মহিলা এস আইয়ের কাহিলীপাড়ার বাড়িতে তল্লাশি চালিয়ে ১০টি পাসবুক পেয়েছে পুলিশ। তবে দীপালি বরুয়ার বাকি সঙ্গীরা এখনও পলাতক। ধরা যায়নি তাঁর গাড়ির চালককেও।

পরের খবর