অ্যাপশহর

প্রত্যেক রাজ্যকে কেন্দ্রীয় নির্দেশ, জানাতে হবে বিয়ের রেজিস্ট্রেশন তথ্য

এবার থেকে বিয়ের রেজিস্ট্রেশনের তথ্য রাজ্যের তরফে পাঠাতে হবে কেন্দ্রে। সোমবার কেন্দ্রীয় মন্ত্রীসভার একটি প্যানেল এই সিদ্ধান্ত নিয়েছে।

EiSamay.Com 7 Nov 2017, 11:34 am
এই সময় ডিজিটাল ডেস্ক: এবার থেকে বিয়ের রেজিস্ট্রেশনের তথ্য রাজ্যের তরফে পাঠাতে হবে কেন্দ্রে। সোমবার কেন্দ্রীয় মন্ত্রীসভার একটি প্যানেল এই সিদ্ধান্ত নিয়েছে। জানানো হয়েছে দেশে ক্রমেই NRI স্বামী পরিত্যক্তা স্ত্রীর সংখ্যা বাড়ছে। আগামীদিনে যাতে এমন ঘটনা আটকানো যায় তার জন্যেই এই পদক্ষেপ।
EiSamay.Com states told to share marriage registration data with centre
প্রত্যেক রাজ্যকে কেন্দ্রীয় নির্দেশ, জানাতে হবে বিয়ের রেজিস্ট্রেশন তথ্য


পড়াশোনা এবং চাকরির খোঁজে অথবা ব্যবসার তাগিদে ভারতীয়দের বিদেশে যাওয়ার ধুম বেড়েছে কয়েকগুণ। আর এর সঙ্গেই বেড়েছে NRI স্বামীদের হাতে ভারতীয় মেয়েদের হেনস্থার ঘটনাও। আপাত চাকচিক্যের আড়ালে বেড়েছে পণের চাহিদা এবং তা পূরণ করতে না পারলে অকথ্য অত্যাচারের ঘটনা। কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ মন্ত্রী মানেকা গান্ধী জানিয়েছেন, ‘আমরা প্রত্যেক রাজ্যের কাছে সরকারি বার্তা পাঠাব যাতে মাসের শেষে উইমেন অ্যান্ড চাইল্ড ডেভলপমেন্ট ওয়েবসাইটে সেই মাসের প্রত্যেক বিয়ের রেজিস্ট্রেশন তথ্য লিঙ্ক করা হয়।’ ২০১৪ সালে জাতীয় মহিলা কমিশন NRI স্বামীদের অত্যাচারের বিরুদ্ধে মোট ৩৪৬টি অভিযোগ পেয়েছিল। এর পর তাদের হাতে কোনও পাকাপোক্ত প্রমাণ আসেনি।

নারী ও শিশু কল্যাণ মন্ত্রকের অধীনে থাকা এই প্যানেলে রয়েছেন মানেকা গান্ধী, বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ, বিদেশ মন্ত্রকের প্রতিমন্ত্রী ভি কে সিং এবং আইন মন্ত্রী রবি শঙ্কর প্রসাদ। সোমবারই তাঁরা প্রথম বৈঠক করেন। তাঁদের এই বিষয়ে সাহায্য করছেন প্রাক্তন বিচারপতি অরবিন্দ কুমার গোয়েল ও তাঁর সহকারীরা। গোয়েল প্যানেলের পরামর্শ অনুযায়ী, কোনও NRI-এর বিরুদ্ধে স্ত্রী নির্যাতের অভিযোগ প্রমাণিত হলে তাদের পাসপোর্ট আটক করা অথবা বাতিল করে দেওয়া উচিত।

# States would have to share with the Centre the data of all registered marriages, a panel of ministers decided on Monday, a move aimed at addressing complaints of NRI husbands deserting their wives.

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল