অ্যাপশহর

তিন ঘন্টার বিমান সফরে শৌচালয় যাওয়ার অনুমতি দিল না স্পাইসজেট!

স্পাইসজেটের এক মুখপাত্র জানিয়েছেন, যেহেতু মাঝেমধ্যেই টার্বুলেন্স হচ্ছিল, তাই যাত্রীদের সুরক্ষার কথা মাথায় রেখেই সিট বেল্ট পরে থাকার সংকেত বন্ধ করা হয়নি এবং যাত্রীদের আসন ছেড়ে ওঠার অনুমতি দেওয়া হয়নি।

EiSamay.Com 4 Sep 2019, 12:30 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: মঙ্গলবার দুপুরে কলকাতা থেকে মুম্বইগামী স্পাইসজেটের বিমানযাত্রীরা ভোগান্তির শিকার হলেন। প্রায় তিন ঘন্টার এই সফরে যাত্রীদের টয়লেট ব্যবহারের অনুমতিই দিলেন না বিমান কর্মীরা। কারণ? বিমান টেকঅফ করার কিছুক্ষণ পর থেকে মুম্বইয়ে নামা পর্যন্ত সিট বেল্ট পরে থাকার সংকেত জ্বালানো থাকল।
EiSamay.Com spicejet kolkata - mumbai flight attendants didn’t allow passengers to use loo as seat belt sign stayed on for the whole length
শৌচালয় যাওয়ার অনুমতি দিল না স্পাইসজেট!


বেলা ১১.৫৫ নাগাদ নেতাজী সুভাষচন্দ্র বিমানবন্দর থেকে উড়ান দেয় স্পাইসজেটের বিমান SG 6422। মাটি ছেড়ে প্রয়োজনীয় উচ্চতায় উঠে যাওয়ার পরেই বন্ধ করে দেওয়া হয় সিট বেল্ট পরে থাকার সংকেত। কিন্তু ৩০-৩৫ মিনিট পরই মাঝ আকাশে টার্বুলেন্স হওয়ায় ফের অন করে দেওয়া হয় সিট বেল্ট সংকেত। উড়ান দেওয়ার এক ঘন্টা পর থেকেই যাত্রীদের মধ্যে অস্বস্তি দেখা দেয়। এক যাত্রীর দাবি, টার্বুলেন্স বন্ধ হয়ে যাওয়ার পরেও তাঁদের টয়লেট ব্যবহারের অনুমতি দেওয়া হয়নি। এক বয়স্ক ব্যক্তি টয়লেট চেপে রাখতে না পেরে সিট থেকে উঠলেই ফের তাঁকে বিমান সেবিকারা আসনে ফেরত নিয়ে আসেন।

স্পাইসজেটের এক মুখপাত্র জানিয়েছেন, যেহেতু মাঝেমধ্যেই টার্বুলেন্স হচ্ছিল, তাই যাত্রীদের সুরক্ষার কথা মাথায় রেখেই সিট বেল্ট পরে থাকার সংকেত বন্ধ করা হয়নি এবং যাত্রীদের আসন ছেড়ে ওঠার অনুমতি দেওয়া হয়নি।

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল