অ্যাপশহর

খরাকবলিত লাতুরের ১১ গ্রাম দত্তক নিল স্পাইসজেট

উড়ানের এগারো বছরকে স্মরণীয় করে রাখতে মহারাষ্ট্রের লাতুরের খরাকবলিত ১১ গ্রামকে দত্তক নিল স্পাইসজেট।

EiSamay.Com 24 May 2016, 10:43 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: উড়ানের এগারো বছরকে স্মরণীয় করে রাখতে মহারাষ্ট্রের লাতুরের খরাকবলিত ১১ গ্রামকে দত্তক নিল স্পাইসজেট। এই বাজেট এয়ারলাইনের তরফে মঙ্গলবার জানানো হয়, দত্তক নেওয়া ১১টি গ্রামে ত্রাণ দেওয়ার পাশাপাশি উন্নয়নমূলক নানা কাজও তারা করবে। এ জন্য AnybodyCanHelp নামে একটি স্বেচ্ছসেবী সংগঠনের সঙ্গে গাঁটছড়া বেঁধেছে স্পাইসজেট। এই সংস্থাটির মাধ্যমেই লাতুরের দত্তক নেওয়া ১১টি গ্রামে রোজ ৭১,৫০০ লিটার করে জল পাঠাবে বিমান পরিষেবা সংস্থাটি।
EiSamay.Com spicejet adopts 11 villages in drought hit latur
খরাকবলিত লাতুরের ১১ গ্রাম দত্তক নিল স্পাইসজেট


স্পাইসজেটের সিএমডি অজয় সিংহ জানিয়েছেন, সমাজসেবামূলক কাজের মধ্য দিয়েই তাঁরা বিমান সংস্থার ১১ বছর পূর্তি উদযাপন করতে চান। ২৩ মে থেকেই তাঁরা কাজ শুরুও করে দিয়েছেন। চলবে ২৩ জুন পর্যন্ত।

তাদের আবেদনে সাড়া দিয়ে স্পাইসজেট যেভাবে এগিয়ে এসেছে, তাতে খুশি AnybodyCanHelp আহ্বায়ক সোনাল শাহ কামদর। সোনাল বলেন, স্পাইসজেটের দেখাদেখি অন্যরাও সমাজসেবামূলক কাজে উত্‍‌সাহিত হবে।

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল